ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

আবার ঢাকায় আতিফ আসলাম, গাইবেন কাল

প্রকাশিত: ২৩:১৯, ২৮ নভেম্বর ২০২৪

আবার ঢাকায় আতিফ আসলাম, গাইবেন কাল

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের বিশিষ্ট গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় পৌঁছেছেন। জনপ্রিয় কনসার্ট সিরিজ ‘ম্যাজিক্যাল নাইট ২.০’-এ অংশগ্রহণের জন্য তিনি ঢাকায় আসেন এক দিন আগে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বেশ কয়েকবার তিনি এই শহরে সফর করেছেন।

আগামীকাল, ২৯ নভেম্বর রাতে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন আতিফ। আয়োজকরা নিশ্চিত করেছেন, রাত ৮টার পর তিনি মঞ্চে উপস্থিত হবেন। এই কনসার্টে আতিফের সঙ্গে আরও গাইবেন পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তাহসান খান এবং ব্যান্ড কাকতাল।

আতিফ আসলাম সর্বশেষ ঢাকায় এসেছিলেন গত এপ্রিল মাসে, যেখানে তিনি ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’-এ তার গান শোনান। সেই কনসার্টে ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তার বিখ্যাত বেশ কিছু গান পরিবেশন করেন। সেসময় আতিফের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং এবং কার্নিভ্যাল।

এবারও তার ঢাকা সফর সংগীতপ্রেমীদের জন্য এক অনবদ্য অভিজ্ঞতা হতে চলেছে, যেখানে বাংলাদেশের এবং পাকিস্তানের শিল্পীদের এক মঞ্চে সমবেত পারফরমেন্স দর্শকদের জন্য আকর্ষণীয় মুহূর্ত তৈরি করবে।

নুসরাত

×