থিয়েটারিয়ানের আলোচিত প্রযোজনা ‘ডেথ অব এ সেলসম্যান’। আর্থার মিলার রচিত, ফতেহ্ লোহানী অনুদিত নাটকটির নির্দেশনায় আশিকুর রহমান লিয়ন। নাটকটি বিশেষ মঞ্চায়ন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায়। নাটকটির নির্দেশক ও মঞ্চরূপকার আশিকুর রহমান লিয়ন বলেন, ‘ডেথ অব এ সেলসম্যান’ প্রযোজনাটি দর্শকের সামনে শুধুমাত্র একটি নাট্যশিল্পকর্ম হিসেবে কখনই আমরা উপস্থাপন করতে চাই না। বরং চেয়েছি পুঁজিবাদী সমাজে যেখানে আমাদের আবাস, সেখানে প্রতিমুহূর্তে যে নিরন্তর লড়াই করে আমরা বেঁচে থাকার চেষ্টা করি বা মারা যাই- সেই ট্র্যাজিক বাস্তবতার নির্যাস কিছুটা হলেও যাতে ধরা দেয়। পুঁজিবাদের বেড়াজালে যে সমাজের জন্ম, সেই সমাজে জনগণের অস্তিত্বের মাপকাঠি নিরুপিত হয় টাকার পাল্লায়। আর এমন আত্মকেন্দ্রিক সমাজে বিত্তের কাছে যখন ব্যক্তির সত্তা পরাজিত হয় তখনই নেমে আসে চরম ট্র্যাজেডি। ফলে দীর্ঘ বিরতির পর নবরূপে ‘ডেথ অব সেলসম্যান’ নাটকটি ফিরে আসায় দশর্কের ভালো লাগবে বলেই বিশ্বাস। তিনি বলেন, ‘ডেথ অব এ সেলসম্যান’ এর কাহিনী গড়ে উঠেছে, পরিচয় হারানো একজন মানুষের নিজের এবং সমাজের মধ্যে পরিবর্তনকে মেনে নেবার অক্ষমতাকে ঘিরে আবর্তিত।
নাটকটি স্মৃতি, স্বপ্ন, দ্বন্দ্ব এবং তর্কের একটি সামগ্রিক মিশ্র দৃশ্যকল্প, যা সবই উইলি লোম্যানের জীবনের শেষ ২৪ ঘণ্টা ঘিরে আবর্তিত। একজন ব্যর্থ বিক্রয়কর্মী যিনি আমেরিকান স্বপ্ন এবং কাজের নীতি সম্পর্কে বিকৃত ধারণা পেয়েছিলেন। নাটকটিতে তার স্ত্রী, তার ছেলে এবং তার পরিচিতদের সঙ্গে তার সম্পর্কের মর্ম বেদনা হয়ে ফুটে ওঠে।
নিংড়ে নেওয়ার অর্থনীতির পরতে পরতে লুকানো থাকে হাজারো লাখো সাধারণ মানুষ ও তাদের পরিবারের গল্প, লুকানো থাকে তাদের নানা রঙের স্বপ্ন, আশা-আকাক্সক্ষা আর স্বপ্ন ভাঙার কাহিনী। এ রকমই এক স্বপ্ন ভাঙার গল্প নিয়ে তৈরি আর্থার মিলারের ‘নাটক ডেথ অব এ সেলসম্যান’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় শিল্পীরা হলেন তৌহিদ বিপ্লব, পলি চৌধুরী, মো. মাইনুল ইসলাম (তাওহীদ), রাম কান্ত মণ্ডল শ্রীকান্ত, আহমেদ সুজন, নাজমুল নাঈম, আমিরুল মামুন, আব্দুল হাই, মাধবীলতা, আব্দুর রহমান সোহাগ, রিগ্যান সোহাগ রত্ন, ফজলে রাব্বি, সায়েদুর রহমান (নয়ন), ফারাবী জামান শেহজাদী, জাহান ফাতেমাসহ আরও অনেকে।
‘ডেথ অব এ সেলসম্যান’ মঞ্চায়ন কাল
শীর্ষ সংবাদ: