পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম ঢাকায় এসেছেন। আজ বিকেল সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান। আগামীকাল (শুক্রবার) রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শীর্ষক কনসার্টে অংশ নেবেন তিনি।
কনসার্টটি আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত আটটার পর মঞ্চে দেখা যাবে আতিফকে।
আতিফ ২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে সংগীতজীবন শুরু করেন। উর্দু ছাড়াও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলা এবং আরও বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন। গানের পাশাপাশি তিনি অভিনয়েও প্রশংসা পেয়েছেন।
কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি গাইবেন পাকিস্তানের আরেক জনপ্রিয় শিল্পী আবদুল হান্নান। ‘ইরাদে’ এবং ‘বিখরা’ গান দিয়ে তিনি পরিচিতি পেয়েছেন। ইউটিউবে ‘ইরাদে’ গানটি ৭ কোটিরও বেশি বার এবং ‘বিখরা’ ৩ কোটির বেশি বার শোনা হয়েছে।
এছাড়া কনসার্টে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান এবং ব্যান্ড কাকতাল। দেশ-বিদেশে নিয়মিত পারফর্ম করছেন তাহসান, আর তরুণ প্রজন্মের মধ্যে কাকতালের ‘আবার দেখা হবে’, ‘গোলোকধাঁধা’ এবং ‘সোডিয়াম’ গানগুলো বেশ জনপ্রিয়।
কনসার্টের আগে থেকেই ঢাকার সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ দেখা যাচ্ছে।
নাহিদা