ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

মামুনুর রশীদকে অভিনয় থেকে বিরত থাকার সিদ্ধান্ত,গ্রপ থিয়েটারের প্রতিবাদ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ২৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:৪৫, ২৮ নভেম্বর ২০২৪

মামুনুর রশীদকে অভিনয় থেকে বিরত থাকার সিদ্ধান্ত,গ্রপ থিয়েটারের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

একুশে পদক জয়ী বরেণ্য নাট্যজন মামুনুর  রশীদকে শিল্পকলা একাডেমির মঞ্চে অভিনয় থেকে বিরত থাকার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। মঙ্গলবার রাতে মামুনুর রশীদকে ফোন করে আপাতত শিল্পকলা একাডেমির মঞ্চে অভিনয় থেকে আপাতত বিরত থাকার সিদ্ধান্তের কথা জানান একাডেমির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।

 

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে  বিবৃতি দিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। 
 

ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়,  সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ দেশের অন্যতম নাট্যজন মামুনুর রশীদকে শিল্পকলা একাডেমির মঞ্চে অভিনয়ে সাময়িক বিরত থাকতে বলেছেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর পক্ষ থেকে মহাপরিচালকের এই বক্তব্যের বিষয়ে প্রতিবাদ ও নিন্দা জানাই। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক নাটক বন্ধসহ হল বরাদ্দ বাতিল ও বিভিন্নভাবে একাডেমি নিয়ে যে ধরনের স্বৈরাচারী কর্মকান্ডে লিপ্ত ছিলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বর্তমান বাংলাদেশে মহাপরিচালক সেই ধরনণর বিতর্কিত পথে হাঁটলে স্বাধীন ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে সংকট সৃষ্টি করবে বলে মনে করছি। পাশাপাশি দেশের সকল নাট্যমোদী স্বজনদের আহ্বান জানাই ধৈর্য্যর সাথে পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ থেকে দেশের সকল প্রান্তে নাট্যচর্চা চলমান রাখতে।

বিবৃতিতে আরো বলা হয়,  আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা উত্তর কাল থেকে নাট্যচর্চার মাধ্যমে গ্রুপ থিয়েটার ফেডারেশান  দেশপ্রেম ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে, সামাজিক দ্বায়বদ্ধতা থেকেই নাট্যচর্চা করেছে। আমরা বিশ্বাস করি নাটক আমাদের অধিকার এবং নাটক জাগ্রত থাকবে।

মনোয়ার/তাবিব

×