ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

অভিনয়ে এসে বিরাট ভুল করেছিলেন অভিষেক!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৩:৪৩, ২৭ নভেম্বর ২০২৪

অভিনয়ে এসে বিরাট ভুল করেছিলেন অভিষেক!

 দুই দশকেরও বেশি সময় ধরে চলা কেরিয়ারে অভিষেক উত্থান-পতনের মুখোমুখি হয়েছেন। সাফল্য যেমন  পেয়েছেন, তেমনই ব্যর্থতারও সাক্ষী থেকেছেন অভিষেক বচ্চন। 
এক সময় পর পর ছবি ফ্লপ করেছে অভিষেকের। গুরু অভিনেতা বলেছিলেন, "একটি দুর্বল মুহূর্তে, যা এখন আমার কাছে লজ্জার, আমি আমার বাবার কাছে গিয়ে বলেছিলাম, ‘আমাদের কথা বলতে হবে। আমার মনে হয় আমি একটি বড় ভুল করেছি।

সম্প্রতি, ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিষেকের অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। অভিষেক বলেন, ‘কেরিয়ারে তখন পর পর অনেকগুলো ছবি ব্যর্থ হয়েছি । সমালোচকেরা আমাকে কটুক্তি করছিলেন। ইন্ডাস্ট্রির আবোল তাবোল ছবিতে কাজ করতে শুরু করি। ভেবেছিলাম অবস্থা বদলাবে। কিন্তু কিছুই হচ্ছিল না।

তার পর আর উপায় না দেখে বাবা অমিতাভ বচ্চনের শরণাপন্ন হন অভিষেক। 
বাবাকে জানান যে, তিনি অভিনয় ছেড়ে দিতে চান।

তবে অমিতাভ বচ্চন কখনো অভিষেকের মনের উজ্জ্বলতাকে নিভতে দেননি এবং তাকে সঠিক পরামর্শ দিয়ে উৎসাহিত করেছিলেন। অভিষেক স্মরণ করেন, "আমার বাবা আমাকে বলেছিলেন, ‘আমি তোমাকে তোমার সিনিয়র হিসেবে বলছি, তোমার বাবা হিসেবে নয়। তুমি এখনো শেষ  হয়ে যাওনি । তোমার অনেক উন্নতি করতে হবে।'"  

অমিতাভ বচ্চন সম্প্রতি তার ব্লগে অভিষেকের নতুন ছবির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, "কিছু ছবি আপনাকে বিনোদন দেয়, কিছু ছবি আপনাকে সেই ছবির অংশ করে তোলে। 

জাফরান

×