বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি তাঁর নতুন ওয়েব সিরিজ 'সিটাডেল: হানি বানি'-এর জন্য প্রশংসা কুড়োচ্ছেন। কিন্তু সিরিজটিতে অভিনয়ের সময় তিনি যে শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন, তা নিয়ে একটি খোলামেলা সাক্ষাৎকারে কথা বলেছেন। গালাটা ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হওয়ার পর তিনি নিজেই পরিচালক রাজ এবং ডিকে-কে তাঁর বদলে অন্য কাউকে নেওয়ার অনুরোধ করেছিলেন।
সামান্থা বলেন, “যখন আমি ‘হানি’ চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম, তখন আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম এবং খুবই আনন্দিত ছিলাম। কিন্তু কয়েক মাস পর, আমি নিজেই রাজ এবং ডিকে-কে বলেছিলাম, ‘দয়া করে আমার বদলে অন্য কাউকে এই চরিত্রে নিন।’"
তিনি আরও জানান, নিজের জায়গায় কিয়ারা আডবানি এবং কৃতি স্যাননের মতো অভিনেত্রীদের ছবি পাঠিয়ে বলেছিলেন, “তারা অ্যাকশন দৃশ্যে অসাধারণ হবে। আমি পারব না। কিন্তু পরিচালকদ্বয় হেসে বলেছিলেন, “আমরা তাঁদের চিনি, তোমার আমাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই।
এই সাহসী সাক্ষাৎকারে সামান্থার দৃঢ়তা এবং কাজের প্রতি নিষ্ঠা দর্শকদের মুগ্ধ করেছে।
জাফরান