ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

এ আর রহমানের হাজার কোটির সম্পত্তি পাচ্ছেন সায়রা!

প্রকাশিত: ০৪:০৫, ২৬ নভেম্বর ২০২৪

এ আর রহমানের হাজার কোটির সম্পত্তি পাচ্ছেন সায়রা!

এ আর রহমান ও তার সাবেক স্ত্রী সায়রা বানু। ছবি : সংগৃহীত।

এ আর রহমানের দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ নিয়ে সম্প্রতি তোলপাড় শুরু হয়েছে। ভক্তদের জন্য এটি ছিল এক বিরাট ধাক্কা, যার পরেই ভেসে উঠেছে পরকীয়ার গুঞ্জনও। তবে, সেই জল্পনা পেরিয়ে এখন পুরো বিষয়টি সম্পত্তির ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদ ঘটলেও, এখন তাদের সম্পত্তি নিয়ে আলোচনা তুঙ্গে। মূল প্রশ্ন হচ্ছে, বিচ্ছেদের পর সায়রা বানু কি এ আর রহমানের সম্পত্তির কতটা অংশ পাবেন?

স্থানীয় কিছু আইন অনুযায়ী, বিচ্ছেদ হলে স্ত্রী সাধারণত স্বামীর সম্পত্তির ৫০ শতাংশ পেতে পারেন, যা খোরপোশ হিসেবে পরিচিত। এই খোরপোশ হচ্ছে, বিচ্ছেদের পর স্ত্রীর ভরণপোষণ করা, যা অনেক ক্ষেত্রেই আইনি ও সামাজিক রীতির অংশ।

নতুন জল্পনা উঠেছে, এ আর রহমানের বিশাল সম্পত্তির অর্ধেক ভাগ, যা প্রায় পৌনে দুই হাজার কোটি রুপি, সায়রা বানু কি পাবেন? যদি সেটা হয়, তাহলে সায়রা বানুর হাতে আসতে পারে ৮০০ থেকে ৯০০ কোটি রুপি, যা ১,০০০ কোটি টাকারও বেশি হতে পারে।

এ ধরনের কথাবার্তা যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন বিষয়টি পরিষ্কার করেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। তিনি জানিয়েছেন, "ভারতীয় আইনে বিচ্ছেদের পর খোরপোশ হিসেবে স্ত্রীর জন্য স্বামীর সম্পত্তির অর্ধেক অংশ পাওয়ার কোনও আইন নেই।"

আইনজীবী আরও বলেন, "এ আর রহমান আদালতে তার সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছেন। তবে সায়রা বানু যা দাবি করবেন, সেটি আদালত পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবে।"

তিনি আরও উল্লেখ করেন, "ভরণপোষণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হবে এবং এটি উভয় পক্ষের জমা দেওয়া তথ্য এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।"

তবে, সায়রা বানু এবং এ আর রহমানের বিচ্ছেদ নিয়ে আইনজীবী স্পষ্ট করেছেন যে, তারা বন্ধুত্বপূর্ণভাবে একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছেন এবং ভরণপোষণের বিষয়ে কোনও বিরোধ নেই।

নুসরাত

×