ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

ছেলের সিনেমা দেখে কি বললেন অমিতাভ বচ্চন?

প্রকাশিত: ০২:৫৮, ২৬ নভেম্বর ২০২৪; আপডেট: ০৩:০৫, ২৬ নভেম্বর ২০২৪

ছেলের সিনেমা দেখে কি বললেন অমিতাভ বচ্চন?

অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চন

২২ নভেম্বর মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত 'I Want to Talk'। সুজিত সরকার পরিচালিত এই ছবি বক্স অফিসে সেইভাবে আসর জমাতে পারেনি। এই রকম পরিস্থিতিতে ছেলের পাশে দাঁড়িয়েছেন বিগ বি।

তিনি সবসময়েই রয়েছেন ছেলের পাশে। ছেলে যদি কোনও ভাল কাজ করেন, তাহলে সবার সামনেই ছেলের পিঠ চাপড়ে দিতে দ্বিধাবোধ করেন না এই তারকা। বাদ গেল না নতুন ছবি 'আই ওয়ান্ট টু টক' -এর ক্ষেত্রে। আর ছেলের অভিনয় দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন । সোশ্যাল মিডিয়ায় ছেলের, ছেলের নতুন ছবির ভূয়সী প্রশংসা করে পোস্ট করলেন অমিতাভ। কী রইল তাতে?

বিগ বি লিখেছেন, ‘কিছু সিনেমা আপনি বিনোদনের জন্য দেখেন আর কিছু সিনেমা আপনাকে ভাবতে সাহায্য করে। ’আই ওয়ান্ট টু টক' সিনেমাটি তেমনি একটি সিনেমা। থিয়েটারে বসে, স্ক্রিনের দিকে তাকালে মনে হবে আপনি কোথাও নিজেকেই যেন দেখতে পাচ্ছেন।'

 

পিকু অভিনেতা আরও বলেন, ‘অভিষেকের অভিনয় সত্যি প্রশংসার যোগ্য। তুমি সত্যিই ছবির অর্জুন সেন। নিজেকে প্রমাণ করেছ তুমি। মানুষ তোমার নামে যেমন ভাল কথা বলবে, তেমন খারাপ কথাও বলবে। জেনে রেখো যার যতটা তোমাকে দরকার ঠিক ততটাই কথা তোমার নামে বলবে। তোমাকে নিয়ে খারাপ বা ভালো ভাবা মানুষের কাছে শুধুই প্রয়োজনীয়তা।’

বাবার কথা স্মরণ করে অমিতাভ বলেন, ‘সিনেমাটি দেখে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে। বাবার বলা অনেক কথাই আজ মনে হচ্ছে আমার। তুমি খারাপ বা ভালো কোনওটাই মানুষের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে না। তুমি তোমাকে কতটা চিনলে সেটাই সব থেকে বেশি প্রয়োজন।’

অমিতাভ আরও লেখেন, তিনি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই পছন্দ করেন। আর সেই কারণেই তিনি পারিবারিক কোনও বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন না।

প্রসঙ্গত, বর্তমানে অভিষেক ও ঐশ্বর্যের বিচ্ছেদের খবর নিয়ে সরগরম বলিউড। শোনা যাচ্ছে তাঁরা নাকি একসঙ্গে থাকছেন না। আর সম্ভবত এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অমিতাভ। অভিনেতার কথায়, 'গুজব তো গুজবই হয়। গুজব মানেই তো অসত্য কথা রটিয়ে দেওয়া কোনও সত্যতা যাচাই না করেই। তবে আমি কাউকে দোষ দিই না। তবে কেবল এটুকুই বলতে চাই যে কোনও তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। অনেকেই অনেক কথা লিখে দিচ্ছেন। তবে সমস্ত কথা সত্যি নয়। আমি আবারও বলব, কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।' এই পরিস্থিতিতে অমিতাভ অভিষেক বা ঐশ্বর্য্য কারও কথাই বললেননি। তবুও এই বক্তব্যকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইসরাত

×