ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

জুলাই বিপ্লব ভুলতে দেব না: শিবলী  

প্রকাশিত: ১৮:৫৭, ২৫ নভেম্বর ২০২৪

জুলাই বিপ্লব ভুলতে দেব না: শিবলী  

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, আমরা রক্তাক্ত জুলাই বিপ্লব ভুলতে দেব না। এটি হবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাতটি অগ্রাধিকার কার্যক্রমের মধ্যে ‘রিমেম্বারিং মুনসুন রেভুলেশন’-এর অধীনে একটি প্রজেক্ট।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে রক অ্যালবাম করবে নজরুল ইনস্টিটিউট। আর সেই অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আয়োজিত হবে গ্র্যান্ড ওপেন এয়ার কনসার্ট।

সোমবার (২৫ নভেম্বর) নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে প্রাসঙ্গিক ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইনস্টিটিউট এই দ্রোহের চেতনা তরুণদের মাঝে জাগ্রত রাখতে চায়। আমরা পরিকল্পনা করেছি নজরুলের দ্রোহ ও উদ্দীপনার গানগুলো নিয়ে একটা রক অ্যালবাম করব। দেশের নামকরা রক ব্যান্ডগুলো শুদ্ধ বাণী ও সুরে গাইবে নজরুলের গান। আর সেই অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আয়োজন করা হবে একটা গ্র্যান্ড ওপেন এয়ার কনসার্ট।

তাসমিম

×