নাট্যকার ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ
প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন নাট্যকার ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ। এর আগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক অতিরিক্ত সচিবের পদমর্যাদা দেয়া হলেও এই প্রথম সরকারের পক্ষ থেকে সচিবের মর্যাদা দেয়া হলো।
গত ২১ নভেম্বর ২০২৪ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো: রফিক স্বাক্ষরিত পত্রে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ড. সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায় বেতন ভাতাদিসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন। গত ২১ নভেম্বর জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকগণ নিয়োগ পেয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন।
ইসরাত