বক্স অফিসে তোলপাড় ফেলা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ শুরু থেকেই বিতর্কিত হহয় আর তাতে লাগে ‘নারীবিদ্বেষী’ তকমা। ভারতীয় গীতিকার জাভেদ আখতার পূর্বেই একবার এই ছবি নিয়ে সমালোচনা করেছিলেন। এখন আরও একবার সিনেমাটি তার নিন্দার মুখে!
ছবির নির্মাতাদের ‘বিকৃত’ মস্তিষ্কের বলে আফসোস করেন এই গীতিকার। তার কথায়, ‘সমাজ যখন এগোচ্ছে, মানুষের ভাবনা চিন্তার অগ্রগতি হচ্ছে, তখন ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিও হচ্ছে।
ক্ষোভ প্রকাশ করে জাভেদ বলেন, “১৫ জন মিলে এমন ছবি বানাচ্ছেন, যেখানে কোনও মূল্যবোধ নেই। ১০-১২ জন মিলে গানের জন্য অশ্লীল দৃশ্য তৈরি করছেন। ১৪০ কোটি মানুষের মধ্যে ১৫ জন বিকৃত মস্তিষ্কের মানুষও থাকতে পারে। এগুলো একটাও সমস্যা নয়। এতে কিছু যায় আসে না। কিন্তু বাজারে এমন ছবি যখন সফল হয়, তখন সেটা চিন্তার কারণ।”
জাভেদ আরও বলেন, ২০-৩০-বছর আগেও অশ্লীল গান তৈরি হয়েছে। কিন্তু মানুষ সেই সময় সেগুলি গ্রহণ করেনি।
তানজিলা