ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের কাছে গায়ক আসিফের ৫ দাবি

প্রকাশিত: ০৭:০৮, ২৫ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের কাছে গায়ক আসিফের ৫ দাবি

গায়ক আসিফ আকবর। ছবি: সংগৃহীত।

জনপ্রিয় গায়ক ও বিএনপি-ঘরানার রাজনীতিক আসিফ আকবর সম্প্রতি ফেসবুকে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন, যা তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে রেখেছেন। তিনি এই প্রশ্নগুলো তুলে ধরেছেন তাঁর ফেসবুক পাতায় এবং তিনটি ছবি পোস্ট করেছেন – একটি তাঁর নিজের, একটি আইন উপদেষ্টা আসিফ নজরুলের, এবং অন্যটি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের।

ফেসবুকে একটি পোস্টে গায়ক আসিফ আকবর লিখেছেন, "মিডিয়ায় আগে বলেছিলাম, অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্ণ না হওয়া পর্যন্ত আলোচনা বা সমালোচনা করব না। নতুন সরকারকে একশো দিন সময় দেওয়া এক ধরনের সৌজন্যতা। আমার পক্ষ থেকে সেই সৌজন্যতা শেষ, এখন থেকে ভালো-মন্দ নিয়ে লিখতে হবে, পুরনো অভ্যাস। আজ শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে।"

তিনি আরও যোগ করেন, "আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনেই কুমিল্লার সন্তান এবং সরকারের গুরুত্বপূর্ণ সদস্য। আপনাদের অভিনন্দন।" এরপর তিনি তাঁর পাঁচটি প্রশ্ন তুলে ধরেন, যেগুলো নিম্নরূপ:

১. বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন?
এই প্রশ্নটির উত্তর তিন নম্বর আসিফ, অর্থাৎ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে জানতে চাই। আমি নিজেও জানি না, প্লিজ একে সহজভাবে ব্যাখ্যা দিন।

২. কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি কেন এখনও গঠন করা হয়নি?
কেন এখনও অনিশ্চয়তা? মূল কমিটি কবে গঠন হবে এবং খেলাধুলার ক্যালেন্ডার কিভাবে চলবে? এদিকে, স্থানীয় খেলাধুলা কার্যত বন্ধ হয়ে রয়েছে!

৩. কুমিল্লা স্টেডিয়ামে ঢাকার ফুটবল দলের খেলা কেন?
ঢাকার ফুটবল দল কুমিল্লা স্টেডিয়ামে হোম গ্রাউন্ড বানিয়ে খেলবে, অথচ কুমিল্লার খেলোয়াড়রা মাঠের বাইরে থাকবে। ক্রিকেট মৌসুম শুরু হলেও মাঠ দখল করে রেখেছে ঢাকার ক্লাব ফুটবল দল! এই আত্মঘাতী সিদ্ধান্তের পিছনে কী যুক্তি রয়েছে?

৪. কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধা কোথায়?
পতিত স্বৈরাচার হাসিনা কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বারবার বাধা সৃষ্টি করেছেন। কুমিল্লাবাসী এখন জানতে চায়, এই প্রকল্পের অগ্রগতি কতটুকু? এখন অবধি কোথায় কাজ আটকে আছে?

৫. কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?
কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী জনগণের আধিক্য অনেক বেশি। কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার দাবি বহুদিনের। সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?

সবশেষে গায়ক আসিফ আকবর বলেন, “স্বাধীনতার পর কুমিল্লা জেলাবাসী বড় বড় নেতা ও মন্ত্রী পেয়েও কেবল তৃপ্তির ঢেঁকুর তুলেছে। মেডিকেল কলেজ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়নি। কুমিল্লাবাসীর পক্ষ থেকে এসব জরুরি প্রশ্নের উত্তর আশা করছি।”

নুসরাত

×