ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিভাগ বাদ দেওয়ায় প্রতিবাদ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ২৪ নভেম্বর ২০২৪

শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিভাগ বাদ দেওয়ায় প্রতিবাদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের খসড়ায় পূর্বের নাট্যকলা ও চলচ্চিত্র উপবিভাগ থেকে কেটে চলচ্চিত্র অংশটুকু বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। রবিবার আলোকচিত্রী নাসির আলী মামুনের সই করা এক প্রতিবাদ গণমাধ্যমে পাঠানো হয়। এই দাবির প্রতি একমত হয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭৫  জন এতে সই করেছেন। বিবৃতিতে বলা হয়, গণঅভ্যুত্থানের পরে যখন নতুন সময়ে গণঅভ্যুত্থানকেও মানুষের মুক্তিমুখীন লড়াইকে ধারণ করা এবং চলমান দেশ গঠন ও সংস্কার প্রক্রিয়ায় পুরো জাতি ঐক্যবদ্ধ, এই নবজাগরণকে সবচেয়ে ভালোভাবে ধারণ করতে পারে যে মাধ্যম, শিল্পকলার সেই অন্যতম শাখা চলচ্চিত্রকে একাডেমি থেকে বাদ না দিয়ে বরং স্বতন্ত্র বিভাগ গঠন করা হোক, আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। কারণ জাতির বর্তমান প্রত্যাশা ও প্রয়োজনকে ছোট-বড়-প্রমাণ্য-ফিচার ইত্যাদি নানাধর্মী চলচ্চিত্রের মধ্য দিয়ে ধারণ করবে যে নতুন প্রজন্মের নির্মাতারা, তার পৃষ্ঠপোষকতা বাণিজ্যিক আবহ করবে না, জাতীয় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমিই সেই প্রত্যাশা পূরণ করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, একাডেমির সব জেলার শাখায় এসব চলচ্চিত্রের ধারাবাহিক প্রদর্শন চলতে থাকবে, এটাই চলচ্চিত্রসংশ্লিষ্টদের আকাক্সক্ষা।
শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিষয়ক কার্যক্রমের বিষয়টি স্বাধীনতার পর থেকেই রয়েছে। ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন জাতীয় সংসদে পাস হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালের আইনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাঁচটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। এই পাঁচটি বিভাগ ছিল চারুকলা বিভাগ, নাট্যকলা বিভাগ, সংগীত ও নৃত্যকলা বিভাগ, চলচ্চিত্র (সিনেমাটোগ্রাফি) বিভাগ, গবেষণা ও প্রকাশনা বিভাগ। অর্থাৎ বাংলাদেশ শিল্পকলা একাডেমির শুরু থেকেই পৃথক চলচ্চিত্র বিভাগ ছিল। প্রতিষ্ঠার ১৫ বছর পর ১৯৮৯ সালে তৎকালীন সরকার ১৯৭৪ সালের বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন রহিত করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯ জারি করে। ১৯৮৯ সালের এই আইনে চলচ্চিত্র বিভাগ বাদ দেওয়া হয় এবং এই আইনে চলচ্চিত্রকে বাদ দেওয়ার বিরোধিতা করে চলচ্চিত্রকর্মীরা প্রতিবাদ জানান। তাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯ এর ৮ নম্বর ধারার ২ নম্বর উপধারার অধিকার বলে চলচ্চিত্রকে নাট্যকলা বিভাগের সঙ্গে যুক্ত করে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগ গঠন করে চলচ্চিত্র বিষয়ক তৎপরতা পরিচালনা করে আসছে। আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু থেকেই চলচ্চিত্র তার অংশ হয়ে আছে।

×