ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

ফ্যান্টম প্রেগন্যান্সি নিয়ে তৈরি সৌম্যর সিনেমা

গৌতম

প্রকাশিত: ১৬:৪৩, ২৪ নভেম্বর ২০২৪

ফ্যান্টম প্রেগন্যান্সি নিয়ে তৈরি সৌম্যর সিনেমা

পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরীর প্রথম ফিচার সিনেমা 'ন মাস ন দিন এবং অন্তহীন' কলকাতা ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ ফিল্মে প্রতিযোগিতা করছে। এর বিষয় হলো ফ্যান্টম প্রেগন্যান্সি। এটিই এ বিভাগের একমাত্র বাংলা ছবি।

 

এটা এমন একটা সাইকোলজিক্যাল ডিলেমা যেখানে প্রেগন্যান্ট না হয়েও মহিলারা মনে করেন তারা প্রেগন্যান্ট।

পরিচালকের ভাষ্য, আমি এই বিষয়টা শুনি এক গায়নোকলজিস্টের কাছ থেকে। এটি শুধু মহিলাদের নয়, অন্য প্রাণীদেরও ফ্যান্টম প্রেগন্যান্সি হয়। যে সব মহিলাদের মা হওয়ার অতিরিক্ত চাপ থাকার পরেও তারা প্রেগন্যান্ট হতে পারেন না, তাদের মধ্যে দেখা দেয় এই ডিলেমা।

তার কাছে প্রেগন্যান্সি সংক্রান্ত যে যে ইনফর্মেশন থাকে সেই অনুযায়ী শারীরিক পরিবর্তন ঘটে। এরপর চিকিৎসকের কাছে গেলে দেখা যায় পুরোটাই মিথ্যে। এই মহিলাদের প্রতীক্ষাটা শেষ হয় না। তাই ছবির নাম , ‘ন মাস ন দিন এবং অন্তহীনদিয়েছে পরিচালক।

পরিচালক জানায়, আমরা এক বছর ধরে শুটিং করেছি। এটা ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ ফিল্ম বিভাগে একমাত্র বাংলা ছবি হিসেবে প্রতিযোগিতা করছে।

‘কিফ’–এর পর একটি বিদেশি চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে সৌম্যদীপ। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাগ্নিক মুখোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, পারমিতা মুখোপাধ্যায় আর বৈশাখী রায়।

পরিচালক জানায়,অনেক পরিশ্রম আছে কাজটার মধ্যে। দর্শকদের কেমন লাগবে এবার সেটাই দেখার।‘

তানজিলা

×