ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

কেন আজকের দিনটি বেদনার পরীমণির জন্য?

প্রকাশিত: ০৯:৩০, ২৪ নভেম্বর ২০২৪

কেন আজকের দিনটি বেদনার পরীমণির জন্য?

ছবি: সংগৃহীত

পরীমনির আজ শোকের দিন। আজ তার নানা শামসুল হক গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী।

নায়িকা পরীমনির সর্বশেষ আশ্রয়স্থল ছিলেন তার নানা। তিনি চলে যাওয়ার পরও অনেক ঝড়-ঝাপটা সামলাতে হয়েছে এই অভিনেত্রীকে। গতকাল ফেসবুকে তিনি লেখেন, ‘নিয়তি ডাক দিলে যে সাড়া ফেলে, গেলে শুধু নীরবতা / যার চলে যায়, সেই বোঝে হায়, বিচ্ছেদের কি যন্ত্রনা!’ হয়তো প্রয়াত নানাকে স্মরণ করেই কথাগুলো লেখা। নানা চলে যাওয়ার চব্বিশ ঘণ্টা পার হওয়ার পরও ফেসবুকে তিনি িলখেছিলেন, ‘এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই আর।’

 শামসুল হক গাজী ছিলেন পরীমনির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও অভিভাবক। মা-বাবার মৃত্যুর পর তিনিই নাতনিকে আগলে রেখেছিলেন। নানার মৃত্যুর পর বেশ শক্ত হয়ে শোক সামলেছিলেন পরীমনি। সেসময় ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বটগাছ করে দিয়ে গেছে। এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিবেন এটা আমার নানুর দোয়া।’

শিহাব উদ্দিন

×