ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

রোম্যান্সের পর এবার বিয়ে হলো দেব-বারখার!

প্রকাশিত: ১৩:৩২, ২৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১৩:৩৫, ২৩ নভেম্বর ২০২৪

রোম্যান্সের পর এবার বিয়ে হলো দেব-বারখার!

অভিনেতা দেব ও অভিনেত্রী বারখা বিস্ত্। ছবি: সংগৃহীত

অভিনেতা দেবের চুলের স্টাইল ‘খাদান’ ছবির মুক্তি উপলক্ষে পরিবর্তিত হয়েছে।এই নতুন লুক তার পরবর্তী ছবির জন্য বলে তার ভক্তদের ধারণা। প্রযোজক এবং অভিনেতা দেব এ বিষয়ে কিছু বলেননি, তবে 'খাদান' ছবির ‘হায় রে বিয়ে’ গানের মুক্তির সময় বিয়ে নিয়ে তার কিছু মন্তব্যের মাধ্যমে একপ্রকার এ বিষয়টি স্পষ্ট করেছেন।

দেব জানান, তার প্রযোজনা সংস্থার অফিসে যারা বিবাহিত, তারা এই গানের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ, বিয়ের পর কী ধরনের সমস্যা হতে পারে, তা নিয়ে গানটি।

এছাড়া, দেব কেন এখনো বিয়ে করেননি, এ প্রশ্নে তার হাস্যকর উত্তর ছিল, বিষয়টি সেখানেই শেষ করে দেন তিনি। তার পাশে তখন ছবির পরিচালক সুজিত রিনো দত্ত, দুই অভিনেত্রী বারখা বিস্ত্, স্নেহা বসু, অনির্বাণ চক্রবর্তী, সুরকার নীলায়ন চট্টোপাধ্যায়, স্যাভি এবং গায়িকা জুন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, এবং সবাই হাসতে হাসতে সময় কাটাচ্ছিলেন।

১৪ বছর পর আবারও দেব এবং বরখা জুটি বাঁধলেন। 'হায় রে বিয়ে' গানে তারা এবং যিশু সেনগুপ্ত ও স্নেহা বসু জুটি হিসেবে দেখা যাবে। বরখা বেশ উচ্ছ্বসিত, এবং ভাঙা বাংলায় জানান, “১৪ বছর আগে আমরা রোম্যান্স করেছিলাম, এবার বিয়ে হলো।” তবে দেব তাকে চুপচাপ জানিয়ে দেন, “এটা পর্দায় বলো।” এরপর বরখা হাসতে হাসতে দেবের গায়ে গড়াগড়ি করেন। তিনি আরও জানান, দেব এখন অনেক পরিণত হয়েছেন এবং প্রযোজক দেবের নজর এড়ানো কঠিন। তার চোখে প্রতিটি বিস্তারিত বিষয় থাকে, যেমন জুটি এবং লিপস্টিকের রং, যা তিনি খুব ভালোভাবে নজরে রাখেন।

এছাড়া, ছবির অন্য অভিনেতা অনির্বাণ এবং স্নেহা, উভয়েই দেব এবং পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের এই বিশেষ চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য। সুরকার স্যাভি ও নীলায়নও দেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিচালক সুজিত রিনো দত্ত জানিয়েছেন, দেবের সহযোগিতা না পেলে ছবিটি কখনো তৈরি হতো না। দেব তার সহ-প্রযোজক নিসপাল সিং রানেকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরো জানান, “আমি কোনো দুঃখ বা আক্ষেপ অনুভব করি না। দর্শক যেটা চান, আমি সে ধরনের ছবি বানাই, এটা আমার দায়িত্ব।” তবে, তিনি এটাও বলেন যে, ভালো বাংলা ছবির মূল উপাদান হল শক্তিশালী গল্প।

নাহিদা

×