ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

অভিষেক-ঐশ্বরিয়ার ডিভোর্স নিয়ে এবার মুখ খুললেন অমিতাভ

প্রকাশিত: ১৩:৫১, ২২ নভেম্বর ২০২৪

অভিষেক-ঐশ্বরিয়ার ডিভোর্স নিয়ে এবার মুখ খুললেন অমিতাভ

সংগৃহীত ছবি

ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চনের বিবাহিত জীবন নিয়ে সম্প্রতি নানা জল্পনার সৃষ্টি হয়েছে। বেশ কিছু সময় ধরে গুঞ্জন উঠেছে যে তাদের সম্পর্কের মধ্যে অশান্তি চলছে এবং তারা বিচ্ছেদ করতে যাচ্ছেন। তবে, এসব খবরের কোনও ভিত্তি নেই এবং এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এই পরিস্থিতির মধ্যে, অমিতাভ বচ্চন তার ব্লগে একটি নতুন পোস্ট শেয়ার করেছেন, যা বেশ গুরুত্ব সহকারে নজর কেড়েছে।

অমিতাভ বচ্চন তার ব্লগ পোস্টে লেখেন, "জীবনে সকলের থেকে আলাদা হতে প্রচণ্ড বিশ্বাস, সাহস এবং সততা প্রয়োজন। আমি খুব কমই পরিবার নিয়ে কথা বলি। কারণ, আমি গোপনীয়তা বজায় রাখতে চাই। গুজব শুধুই গুজব। কোনো কিছু যাচাই না করে ছড়ানোকে গুজব বলে।"

তিনি আরও লিখেছেন, "সমস্ত কিছু লেখার আগে যাচাই করে নেওয়া উচিত। আসলে খবর নিয়ে যাচাই করেই লিখতে চান অনেকে। তবে স্বেচ্ছায় তারা যে পেশাকে বেছে নিয়েছেন সেটাকে কখনোই চ্যালেঞ্জ করব না। আমি বরং তাদের সমাজের জন্য করা কাজের প্রশংসাই করব। তবে মিথ্যা কোনো ঘটনা ‘প্রশ্ন’ চিহ্ন দিয়ে লিখলে আইনত হয়তো কোনো সমস্যা হবে না। তবে যে সন্দেহর বীজ তারা দর্শকের মনে বপন করে দেবেন, সেখানেই আসল প্রশ্ন থেকে যায়।"

এভাবে, অমিতাভ বচ্চন তার ব্লগে প্রকাশিত এসব গুজবের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, "আপনারা যা চান সেটাই লিখতে পারেন। কিন্তু যখন আপনারা এটির পরে একটি প্রশ্নবোধক চিহ্ন রাখেন, তখন আপনারা পাঠকদের আশ্বস্ত করতে চান কিছু তো একটা ঘটেছে।"

প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে খবরের শিরোনাম তৈরি করার কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করেন বিগ বি। তিনি আরও বলেন, "বিশ্বে অসত্য বা সন্দেহজনক খবরের সঙ্গে প্রশ্নবোধক চিহ্ন যুক্ত করে তা ছড়িয়ে পড়ে, এতে আপনার কি আসে যায়? আপনার তো শুধু কাজ করতে হবে, তারপর হাত ধুয়ে ফেলবেন।" লেখাটির শেষে তিনি একটি হাসির ইমোজি যোগ করেছেন, যা তার অভিব্যক্তির প্রতি মৃদু প্রতিক্রিয়া হিসেবে প্রকাশিত হয়েছে।

নুসরাত

×