ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

সৌদি আরবের ফ্যাশন শো নিয়ে ক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৮, ২২ নভেম্বর ২০২৪; আপডেট: ০৫:৪৮, ২২ নভেম্বর ২০২৪

সৌদি আরবের ফ্যাশন শো নিয়ে ক্ষোভ

ফ্যাশন শো

সৌদি আরবের একটা ফ্যাশন শো নিয়ে বিতর্ক যেন পিছৃ ছাড়ছেই না। এই ফ্যাশন শো নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখা গেছে। যে বিষয়কে নিয়ে বিতর্ক তা হলো এই ফ্যাশন শোতে গ্লাস ইন্সটলেশন (কাচ দিয়ে তৈরি একটা বস্তু) দেখানো হয়েছিল যা পবিত্র কাবা শরিফের মতো দেখতে। সৌদি আরবের বার্ষিক সাংস্কৃতিক উৎসব রিয়াদ সিজন-এ এই ইনস্টলেশনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মূলধারার আরব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

সমালোচকদের বক্তব্য, এটা ইসলামের পবিত্রতম স্থানের অবমাননা করা। তবে সৌদি আরবের সরকারি গণমাধ্যম সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। গুজব রুখতে কাজ করে এমন এক সৌদি সংগঠনও জানিয়েছে, ফ্যাশন শোতে রাখা যে কাঠামোকে ঘিরে এত বিতর্ক, তা একটা কাচের তৈরি ঘনকাকৃতির একটা বস্তু মাত্র। বিষয়টা নিয়ে শোরগোল হওয়ার পর সৌদি আরবের অ্যান্টি রিউমর অথরিটি বা গুজব বিরোধী কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানে পবিত্র কাবা শরিফের আদলে তৈরি কোনও বস্তু ব্যবহারের বিষয়টা সুস্পষ্টভাবে অস্বীকার করেছে।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এটা কাচের তৈরি একটা ঘনকাকৃতির কাঠামো, যার সঙ্গে কাবার কোনও সম্পর্ক নেই। অ্যান্টি রিউমর অথরিটি হলো একটা স্বাধীন সৌদি মিডিয়া প্ল্যাটফর্ম যা অনলাইন রিউমর বা গুজবকে ট্র্যাক করে এবং তার সত্যতা সম্পর্কে যাচাইও করে।

তবে সমালোচনার উত্তরে সৌদি আরবের সরকারি গণমাধ্যমের ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও অনেক ইসলামি ব্যক্তিত্ব এই ঘটনাকে ইসলামের অবমাননা বলে মনে করেছেন। কট্টরপন্থী কেউ কেউ আবার আরও একধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে এই ‘বিকৃত প্রদর্শনীতে যা করা হয়েছে তা শয়তানের কার্যকলাপ। সৌদি আরবের সরকারি গণমাধ্যম এসব সমালোচনাকে ওই দেশকে বদনাম করার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে।

রিয়াদ সিজন কী?

রিয়াদ সিজন সৌদি আরবে অনুষ্ঠিত একটা বিনোদন, সংস্কৃতি এবং ক্রীড়া বিষয়ক বার্ষিক অনুষ্ঠান। রিয়াদ সিজন ২০২৪-এর অংশ হিসেবে লেবানিজ ডিজাইনার এলি সাব একটা ফ্যাশন শো করেছিলেন।
সে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে এই অনুষ্ঠান নিয়ে অনেক আপত্তি জানিয়েছেন। মঞ্চে প্রদর্শন করা ওই কাঠামো ছাড়াও তারা সমালোচনা করেছেন ফ্যাশন শোয়ের টাইমিং নিয়ে। গাজা উপত্যকায় এবং লেবাননে যুদ্ধের মাঝে এই ফ্যাশন শো আয়োজন করা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। লন্ডনভিত্তিক আরবি সংবাদপত্র রায় আল-ইয়ুমের এক প্রতিবেদনে, রিয়াদ সিজনের ডিজাইনার ও আয়োজকদের বিরুদ্ধে চলমান যুদ্ধকে উপেক্ষা করার অভিযোগও আনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ একজন জনৈক ব্যক্তি কটাক্ষ করে লিখেছেন- গাজায় গণহত্যার মধ্যে সৌদি আরব নৃত্যশিল্পী ও গায়কদের আমন্ত্রণ জানিয়েছে।

সূত্র: বিবিস

শহিদ

সম্পর্কিত বিষয়:

×