ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

সৌদি আরবে কনসার্ট উন্মাদনা: হঠাৎ কেন বেড়ে গেল?

প্রকাশিত: ২০:০৭, ২১ নভেম্বর ২০২৪

সৌদি আরবে কনসার্ট উন্মাদনা: হঠাৎ কেন বেড়ে গেল?

সৌদি আরবের মঞ্চে জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সাংস্কৃতিক দৃশ্যে সম্প্রতি এক নতুন মাত্রা যোগ হয়েছে, যেখানে দেশটির বিভিন্ন শহরে কনসার্টের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। সম্প্রতি সৌদি আরব সরকার সংস্কৃতি ও বিনোদন খাতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

 

যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে হটিয়ে ২০১৭ সালে সৌদি আরবের রাজপরিবারের ক্ষমতার বসেন মোহাম্মদ বিন সালমান। সে সময় রাজকীয় ডিক্রির মাধ্যমে যুবরাজের সকল ক্ষমতা তার ওপর ন্যস্ত করেন তার বাবা সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

এরপরই সৌদি আরবের খোলস পাল্টে দিতে উঠে পড়ে লেগেছেন সংস্কারবাদী হিসেবে পরিচিত মোহাম্মদ বিন সালমান। রক্ষণশীল সৌদি সমাজে আসে একের পর এক অবিশ্বাস্য পরিবর্তন। সমালোচকরা বলতে শুরু করেন আধুনিকতায় গা ভাসাতে গিয়ে পাপের রাজধানী হয়ে উঠছে ইসলামের এ পুণ্যভূমি।

ভিশন ২০৩০ এর আওতায় দেশটিতে আন্তর্জাতিক বিনোদন ইভেন্টের অংশ হিসেবে দেশটিতে চালু করা হয়েছে মদের বার, যদিও এখানে প্রাথমিকভাবে অমুসলিম কূটনৈতিক ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। তাছাড়া আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল রয়েছে সৌদি আরবে। ইদানিং সৌদি আরবের বিভিন্ন স্থানে কনসার্ট আয়োজন করা হচ্ছে, যা এক দশক আগে কল্পনাও করা যেত না।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা সৌদি আরবে নিয়মিত কনসার্ট করতে আসছেন, যা সেখানকার দর্শকদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড নগরবাউলের প্রধান শিল্পী জেমস প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন।

সৌদি আরবে কনসার্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেশটির সাংস্কৃতিক পরিবেশে একটি নতুন বিতর্কের জন্ম হয়েছে। কনসার্ট আয়োজনের মাধ্যমে সরকার আন্তর্জাতিক মানের বিনোদনকে উৎসাহিত করছে, কিন্তু এটি ইসলামের মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকে।ইসলামে গান-বাজনা এবং বিনোদনকে পাপ হিসেবে বিবেচনা করা হয়। কনসার্টের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের আশঙ্কা প্রকাশ করছেন সমালোচকরা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে, এই পরিবর্তনগুলো দেশের ঐতিহ্য এবং ধর্মীয় মূল্যবোধের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

 

তাবিব

×