ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

স্বপ্নপূরণে সুহেল খান

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৬, ২০ নভেম্বর ২০২৪

স্বপ্নপূরণে সুহেল খান

গত কয়েক বছর নতুন যে কটি প্রযোজনা প্রতিষ্ঠান নিয়মিত গান প্রকাশ করছে, তাদের মধ্যে ‘এসএলকে’ অন্যতম। এটির পৃষ্ঠপোষক হিসেবে আছেন গীতিকার সুহেল খান। গান লেখার পাশাপাশি বিভিন্ন শিল্পীর জন্য সুরও করছেন তিনি। একইসঙ্গে নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন । এরই মধ্যে তার ইউটিউব চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইব অতিক্রম করেছে। ২০১০ সালে ‘বন্ধু বলি যে তুমারে’ শিরোনামে গান দিয়ে যাত্রা শুরু করেন এ গীতিকার। এরপর ‘নিদয়া বন্ধুরে’ শিরোনামের একটি গান বেশ শ্রোতাদের মুখে ছড়িয়ে পড়ে। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী মনির খান, কিরণ চন্দ্র রায়, সালমা, মোহাম্মদ মিলন, গামছা পলাশ, আকাশ মাহমুদ, তসিবা বেগম, সামজ ভাইসহ আরও অনেকে।
সুহেল খান বলেন, বাংলা গান আমাকে খুবই টানে। ভালো লাগার জায়গা থেকে লেখালেখি শুরু করি। যতদিন বাঁচি লিখে যেতে চাই। আমার স্বপ্ন ছিল একটি মিউজিক কোম্পানি প্রতিষ্ঠা করা। সেখানে দেশের সকল শিল্পীদের নিয়ে কাজ করব। এর মধ্যে সেটি শুরু করেছি। অনেক শিল্পী আমাকে বিভিন্নভাবে সহেযোগিতা করছেন। তাদের কাছে কৃতঙ্গতা প্রকাশ করছি।

×