ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

রাজের দিন-রাত

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৮, ২০ নভেম্বর ২০২৪

রাজের দিন-রাত

জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ। গত কয়েক মাস ক্যামেরা থেকে দূরে আছেন তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তার নতুন কাজগুলোর শূটিং বন্ধ আছে। তবে কাজে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। খুব শীঘ্রই শূটিংয়ে ফেরার আভাস দেন এ অভিনেতা। সর্বশেষ তিনি ‘কবি’ সিনেমার শূটিং শেষ করেছেন। এতে তার সহশিল্পী ইধিকা পাল। নতুন  কাজে ফেরার প্রসঙ্গে রাজ বলেন, ‘দর্শকদের সামনে সময় সময়ই আমি নতুনভাবে আসতে চাই। যে কারণে চিত্রনাট্যের ওপর বেশি গুরুত্ব দেই। এ কারণে অনেক সময় অনেকের সঙ্গে হয়তো সম্পর্কও খারাপ হয়। কিন্তু আমি অপেক্ষাই করি ভালো চরিত্রের। আমার শূটিংয়ে থাকলে ভালো লাগে। বরং শূটিং না করায় শরীর ম্যাজম্যাজ করে। স্বস্তি পাই না।’ এদিকে ক্যামেরার সামনে না থাকলেও আজ ওটিটিতে আসছে তার অভিনীত ‘ওমর’ সিনেমা। গত ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমাটি নিয়ে রাজ জানান, চরকিতে ‘ওমর’ রিলিজ হচ্ছে। সিনেমাটি দেখে দর্শকরা আলোচনা সমালোচনা করুক সেটা চাই।’
রায়হান রাফীর পরাণ দিয়ে আলোচনায় আসেন শরীফুল রাজ। পরে হাওয়া, গুণিন, দামাল, কাজলরেখা, দেয়ালের দেশ ও ওমর সিনেমা দিয়ে আরও পাকাপোক্ত হয় ক্যারিয়ার।
এদিকে কথায় কথায় অভিনেতা সিনেমার শঙ্কার কথা জানালেন। তিনি বলেন, ‘সবাই শুধু বলছেন দুই ঈদকে টার্গেট করে সিনেমা বানাবে। এভাবে একসঙ্গে ৫-৬টি সিনেমার প্রস্তাব যদি আসে, তখন দোটানায় পড়ে যাই। এ ঘটনাগুলোই ঘটছে। আমার মনে হয় দেশের পরিপ্রেক্ষিতে আগে সিনেমার ঠিকঠাক শূটিং ও মুক্তির পরিকল্পনা করলে ভালো হয়। এমনও হতে পারে, কোনো সিনেমা উৎসবে গেল, সেটা সময় বুঝে মুক্তি পেল। শুধু ঈদ নিয়ে না ভেবে পর্যায়ক্রমে সিনেমাগুলো হলে এলে ভালো হয়। বছরজুড়ে দর্শক বিভিন্ন তারকার সিনেমা পাবে। এতে হলমালিক, প্রযোজক, দর্শক ভালো কিছু পাবেন। কারণ, ঈদের সব সিনেমাই কি ব্যবসা সফল হয়?’
বর্তমানে শূটিংহীন শরীফুলের রাত-দিন কেমন কাটছে? রাজ জানালেন, পছন্দের কাজগুলোয় সময় দিচ্ছেন। তিনি বলেন, ‘নিয়মিত সিনেমা দেখছি, বই পড়ছি, ঘুরছি। মাঝে মধ্যে ড্রাইভ করি। নিয়মিত জিমটা করতে হচ্ছে। নিজেকে সময় দিচ্ছি। রিফর্মের জন্য নিজেকে গোছাতে তো হবে।’  এর মধ্যে ‘পরাণ’ খ্যাত অভিনেতা গ্লাডিয়েটর, সিটি অব ড্রিমস, সিভিল ওয়ার, ডিউন পার্ট ২সহ একাধিক সিনেমা দেখেছেন। তার পছন্দের লেখকদের মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, আহমদ ছফা, হুমায়ূন আহমেদ। তাদের বই ও সমসাময়িক অনেক লেখকের বই পড়া হচ্ছে। এই বিরতিতে ঘুরতে যাওয়ারও চিন্তা আছে তার। ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন রাজ। নিজের অবস্থান ধরে রাখার জন্য কী করণীয় বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে রাজ জানান, নিয়মিত কাজ করে যেতে চাইলে বিভিন্ন সময় বাধার মুখে পড়তে হয়। সেসব বাধা কাটিয়ে এগিয়ে যেতে চান। তিনি বলেন,  ‘ক্যারিয়ারের শুরু থেকেই নিজের মতো করে নিজেকে এগিয়ে নিচ্ছি। একটা প্ল্যানিং থাকে। সেভাবেই কাজ করি। কখনো কখনো নানা কথাও শুনতে হয়। এগুলোকে গুরুত্ব দিলে আসল কাজটাই হবে না। যে কারণে এখন আমি নীরব থাকার চেষ্টা করি। আমি ক্যারিয়ার নিয়েই ভাবি।’ 

×