ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

বাথরুমে বসে শুধুই কাঁদতাম- শাহরুখ খান

প্রকাশিত: ১৩:০৫, ২০ নভেম্বর ২০২৪

বাথরুমে বসে শুধুই কাঁদতাম- শাহরুখ খান

সংগৃহীত ছবি।

বলিউডের বাদশা শাহরুখ খান সম্প্রতি জীবনের ব্যর্থতা ও সংগ্রামের গল্প শেয়ার করেছেন। মঙ্গলবার দুবাইয়ের গ্লোবাল ফ্রেইট সামিটে উপস্থিত হয়ে, জীবনের অন্ধকার সময়গুলো নিয়ে কথা বলেন তিনি। একেবারে তলা থেকে উঠে আসা শাহরুখ খান ২০২৩ সালকে তার ক্যারিয়ারের এক স্মরণীয় বছর হিসেবে দেখছেন। কারণ, একের পর এক তিনটি ছবি মুক্তি পেয়ে ব্যাপক সফলতা অর্জন করেছে। তবে এই সাফল্যের পিছনে অনেক লড়াই ও সময়ের কষ্ট রয়েছে।

শাহরুখ খান দীর্ঘ চার বছর ছিলেন একপ্রকার গৃহবন্দি। ২০১৮ সালের পর তার মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’ বক্স অফিসে প্রত্যাশিত সফলতা অর্জন করতে পারেনি, যার পর থেকে একের পর এক ব্যর্থতা তার পিছু নেয়। একসময় নিজেকে খুবই ব্যর্থ মনে করতে শুরু করেন। এমনকি তিনি মনে করতেন, যেন এই পৃথিবীতে কেউ তার সফলতা দেখতে চান না। এই সময়ে বহুবার তিনি নিজের ব্যক্তিগত শোকের জন্য বাথরুমে একা গিয়ে কান্নায় ভেঙে পড়তেন।

এসআরকে তার বক্তৃতায় বলেন, "যখন তুমি ব্যর্থ হও, তখন ভাবো না তোমার কাজ বা ছবির মধ্যে কিছু ভুল ছিল। পৃথিবীটা তোমার বিরুদ্ধে নয়। তবে, তুমি অবশ্যই বুঝতে পারো মানুষের মন কী চায় এবং তাদের আবেগকে তুমি কীভাবে অনুভব করাতে পারো। যদি আমি দর্শকদের আবেগকে স্পর্শ করতে না পারি, তাহলে আমার কাজের কোনো মূল্য নেই।"

তিনি আরও বলেন, "আমি নিজেকে খুব কঠোরভাবে সমালোচনা করি। তখন নিজের উপর খুব ঘৃণা জন্মাতো। অনেক সময় বাথরুমে ঢুকে প্রচুর কেঁদেছি। কিন্তু আমি জানি, এটা ঠিক নয়। তোমাকে বুঝতে হবে, পৃথিবী তোমার বিরুদ্ধে নয়। যদি তোমার ছবি বা কাজ না চলে, তবে তাতে তুমি নিজের প্রতি অবিচার করো না।"

শাহরুখ খানের মতে, জীবনে যখন হতাশা জেঁকে বসে, তখন এগিয়ে চলার শক্তি প্রয়োজন। "নিজেকে বলো, এবার থামো না! উঠে দাঁড়াও এবং এই হতাশাকে জয় করো,"—এমনই বার্তা দিয়েছেন তিনি।

আরও যোগ করেন, "জীবন চলতে থাকে, যা হওয়ার তা হবেই। তাই জীবনের কোনো কিছুতে দোষ না দিয়ে, বরং নিজের কাজের প্রতি আগ্রহী হয়ে থাকতে হবে।"

বর্তমানে শাহরুখ খান সুজয় ঘোষের পরিচালনায় আসন্ন ছবি 'কিং' এ কাজ করছেন। এতে তার সঙ্গে অভিনয় করছেন তার কন্যা সুহানা খান।

নুসরাত

×