কিংবদন্তি সঙ্গীতশিল্পী এ আর রহমান ও স্ত্রী সায়রা বানু
দীর্ঘ ২৯ বছরের সংসার ভাঙছে অস্কারজয়ী কিংবদন্তি সঙ্গীতশিল্পী এ আর রহমানের। সম্প্রতি প্রায় তিন দশক দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে তাদের বিচ্ছেদের কথা জানান এ আর রহমানের স্ত্রী সায়রা বানু। সায়রার আইনজীবী বন্দনা শাহ এই দম্পতির বিচ্ছেদের খবরের আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেন।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বিয়ের এত বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মিসেস সায়রা বানু বলেন, অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এছাড়াও এই কঠিন সময়ে সকলের কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন সায়রা বানু।
এদিকে আর রহমানের ছেলে আমিন তার ইনস্টাগ্রামের এক পোস্টে বলেন, “এই সময়টায় সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি।”
উল্লেখ্য, ১৯৯৫ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি।তাদের খাতিজা, রাহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে।
এ আর রহমান সালমান খানের ‘যুবরাজ’ সিনেমার জন্য তৈরি 'জয় হো' গানের জন্য অস্কার পুরস্কার পান।এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম একই বছর দু’টি অস্কার জিতেছিলেন।
নাহিদা