ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

কেমন ছিল শাকিব খানের ‘দরদ’?

প্রকাশিত: ০২:৪০, ২০ নভেম্বর ২০২৪

কেমন ছিল শাকিব খানের ‘দরদ’?

‘দরদ’ সিনেমার একটি অংশ।

সম্প্রতি ২০টি দেশের প্রায় অর্ধশতাধিক হলে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খানের চলচ্চিত্র 'দরদ' দর্শকদের কাছে কেমন লেগেছে? ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যায় দরদের ইতিবাচক কয়েকটি রিভিউ। তাহলে কি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে 'দরদ'।

একজন তার ফেসবুকে লিখেছেন, সিনেমার স্টোরি বেশ ভালো ও ইউনিক। সিনেমার সবচেয়ে ভালো দিক ছিলো এর ইউনিক স্টোরি ও শাকিব খানের অভিনয়। এরকম একজন অভিনেতাকে আমাদের দেশের ডিরেক্টররা এতোদিন ট্রল বানিয়ে রেখেছিলো! তারপরের ভালো দিক এর মেকিং, এই সিনেমার নির্মান ভালো হয়েছে,শাকিব খানের ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে খুবই যত্নের সাথে করা হয়েছে। তার সাথে সিনেম্যাটোগ্রাফি ভালো ছিলো, বিজিএম, সাউন্ড ডিজাইন ভালো ছিলো। সোনাল চৌহানের অভিনয় টপ নচ।পরিশেষে বলি,এই সিনেমা হলে গিয়ে দেখতে পারেন, হতাশ হবেন না একদমই। স্টোরি নিয়ে বিস্তারিত বলতে পারি নাই, কারন অনেক টুইস্ট, সাস্পেন্স আছে, সেগুলো রিভিল হয়ে যাবে।

আরো একজন লিখেছেন, আমি কোনোদিন মুভি রিভিউ করি নাই, পারি ও না। তবে, এই মুভি দেখতে গিয়ে আমি আকস্মিক ভাবে ছিটকে গেছি।কান্না চেপে রাখছি কোনোমতে সাথে মানুষ ছিলো বলে।ইদ ছাড়াও যদি সঠিক প্রমোশন হইতো  মুখে মুখে দরদের গুনগান থাকতো।

এছাড়াও ওই ব্যক্তি আরো লিখেন, মুভি রেটিং ১০/১০
মামুন ভাইয়ের লেখা গল্প ১০০/১০০....
শাকিব খান..১০০/১০০ বলিউড ফিল।অনুরোধ ইয়ং যাদের হার্ট নরম,দূর্বল তারা দেইখেন না ভাই!

নাহিদা

×