বিয়ের মাত্র ছয় মাস পর ৬৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে অভিনেতা রাসেল মিয়া (৪০) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী সুমাইয়া আফরিন বর্ষা (৩০)। গত সপ্তাহে আদালত থেকে রাসেল মিয়ার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে খুঁজছে। এই তথ্য নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী।
সবুজবাগ থানার ওসি জানিয়েছেন, মামলাটি গত সপ্তাহে রজু হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে, তবে রাসেল মিয়ার নির্দিষ্ট ঠিকানা না থাকায় গ্রেপ্তারি অভিযানে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তবুও তাকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়ত অনুযায়ী রাসেল মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি প্রায় ৫ লাখ টাকা নগদ দেন, তবে রাসেল মিয়া তাতে সন্তুষ্ট না হয়ে ৬৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিয়ে করার হুমকি দেন। এতে অপারগতা প্রকাশ করলে রাসেল মিয়া প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
বাদী আরও জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাসেল মিয়া আবারও যৌতুকের দাবিতে তাকে মারধর করেন। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় সুমাইয়া আফরিন বর্ষা তার ব্যক্তিগত ফেসবুক পেইজে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এবং দাবি করেন, বিয়ের তিনদিন পর থেকেই রাসেল মিয়া তার উপর যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন।
পুলিশ মামলার তদন্ত অব্যাহত রেখেছে এবং আসামির গ্রেপ্তারি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নুসরাত