কস্তুরি শঙ্কর।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কস্তুরি শঙ্করকে গ্রেপ্তার করা হয়েছে। তামিলনাড়ুতে সম্প্রতি তেলেগু ভাষাভাষীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এ ঘটনা ঘটেছে। ১৬ নভেম্বর, শনিবার, হায়দ্রাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ নভেম্বর, তামিলনাড়ুর একটি জনসভায় কস্তুরি শঙ্কর বলেছিলেন, ‘‘তেলেগু জনগণ সেই গণিকাদের বংশধর, যারা প্রাচীনকালে রাজাদের সেবা করতেন।’’ তার এই মন্তব্যে তেলেগু জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। এ কারণে, তামিলনাড়ুর বিজেপি নেতা ডা. পোঙ্গুলেতি সুধাকর প্রতিবাদ জানিয়ে কস্তুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং তাকে ক্ষমা চাওয়ার জন্য চাপ দেন।
এ ঘটনায় চেন্নাইয়ের এগমোর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সামাজিক মাধ্যমে কস্তুরি পরে এক বিবৃতি প্রকাশ করে বলেন, তার মন্তব্যের উদ্দেশ্য ছিল না তেলেগু ভাষাভাষীদের আঘাত করা। তিনি বলেন, ‘‘যদি কারও অনুভূতিতে আঘাত গিয়ে থাকে, আমি দুঃখিত। আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি।’’
এরপর, মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন কস্তুরি শঙ্কর। কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দেন এবং বলেন, ‘‘একজন জনপ্রিয় ব্যক্তির উচিত আগে চিন্তা-ভাবনা করে কথা বলা।’’ আদালত আরও উল্লেখ করেন যে, কস্তুরির ক্ষমা প্রার্থনা ছিল আন্তরিকতার অভাবে, এবং এই ধরনের মন্তব্যের জন্য তাকে জবাবদিহি করতে হবে।
অভিনেত্রীর বিতর্কিত মন্তব্যের পর তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে কস্তুরি শঙ্কর এখনও কোনও নতুন বিবৃতি বা প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে, সামাজিক মাধ্যমে কস্তুরির বিরুদ্ধে নানা প্রতিক্রিয়া সামনে আসছে। কিছু ব্যবহারকারী তার ক্ষমা প্রার্থনাকে নিন্দনীয় হিসেবে উল্লেখ করেছেন, আবার অনেকে বলেছেন, তিনি অতিরিক্ত কথার জন্য জবাবদিহির মুখে পড়েছেন।
এ ঘটনায় তামিলনাড়ুর রাজনীতি এবং চলচ্চিত্র জগতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
নুসরাত