ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

এবার সৌদি আরবে কনসার্ট করবেন জেমস

প্রকাশিত: ১৪:৪২, ১৮ নভেম্বর ২০২৪

এবার সৌদি আরবে কনসার্ট করবেন জেমস

নগরবাউল জেমস। ছবি: সংগৃহীত

বাংলাভাষী শ্রোতাদের মধ্যে বিশেষ জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস, যিনি নগরবাউল নামে পরিচিত, এবার সৌদি আরবের রিয়াদে কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। কিছুদিন আগে তিনি অস্ট্রেলিয়ায় কনসার্টে অংশ নিলেও এবার এটি তার সৌদিতে প্রথম সফর। সৌদি সরকারের আমন্ত্রণে ২২ নভেম্বর তিনি রিয়াদে গান পরিবেশন করবেন।

এটি ‘রিয়াদ সিজন’-এর অংশ হিসেবে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান, যার নাম ‘বাংলাদেশ কালচার’। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রিয়াদের আল-সুওয়াইদি পার্কে, যেখানে দর্শকরা বিনামূল্যে জেমসের গান উপভোগ করতে পারবেন। নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "২২ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখানে আমাদের প্রথম কনসার্ট। বিশ্বের বিভিন্ন দেশে কনসার্টের অভিজ্ঞতা থাকলেও সৌদি আরবে এটি আমাদের প্রথম সফর। এখানকার দর্শকরা বিনামূল্যে আমাদের পরিবেশনা উপভোগ করতে পারবেন। দলটি ২০ নভেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে।"

এই কনসার্টটি অনুষ্ঠিত হবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায়, যার উদ্দেশ্য সৌদি সমাজের রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসা। ২০১৮ সালে বিনোদন জগত থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর, সৌদি আরবের সিনেমা হলগুলো আবার চালু হয় এবং আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব, কনসার্ট ও ফ্যাশন শোয়ের মতো একাধিক সাংস্কৃতিক ইভেন্ট। সেই ধারাবাহিকতায় ‘রিয়াদ সিজন’ এমন একটি আয়োজন, যার মাধ্যমে সৌদি আরবে বিশ্বব্যাপী সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হচ্ছে।

এছাড়া, সৌদি আরবের মিনিস্ট্রি অব মিডিয়ার আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে ৯টি দেশ, এর মধ্যে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ – বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ১২ অক্টোবর শুরু হয়ে এই অনুষ্ঠান ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এই আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হবে।

এটি বাংলাদেশের শিল্পীদের জন্য একটি বড় সুযোগ, যেখানে তারা সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ একটি দেশে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে পারবেন এবং বিশ্বব্যাপী তাদের সঙ্গীতপ্রেমী শ্রোতাদের কাছে পৌঁছাতে পারবেন।

নুসরাত

×