নুহাশ পল্লী। ছবি: সংগৃহীত
কবি সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে নুহাশ পল্লী কেন বানানো হয়েছিল সে প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদ নুহাশ পল্লী করেছেন মূলত গাছ লাগানোর জন্য।উনি বলতেন যে, বাংলাদেশের মাটিতে হয় এমন সমস্ত গাছ যেন নুহাশ পল্লীতে থাকে। তিনি গাছের প্রতি তার যে প্রেম সেজন্যই এই নুহাশ পল্লী তৈরি করেছেন।নুহাশ পল্লীর গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে। নুহাশ পল্লী তৈরি হওয়ার পর থেকে অর্থ্যাৎ ২০১২ সাল থেকে এখন ২০২৪ সালে এসে প্রায় ১২ বছর পর এসে যে গাছগুলো ছিল সেগুলো তো আছেই, বরং নতুন করে বিভিন্ন দুর্লভ গাছ আমরা সংগ্রহ করি এবং নুহাশ পল্লীতে স্থাপন করি।আমরা যারা নুহাশ পল্লীতে কর্মী আছি তারা সবসময় নতুন নতুন দুর্লভ গাছ সংগ্রহ করার। নুহাশ পল্লী মূলত গাছের জন্যই পরিচিত। কিছু কিছু জায়গায় অযত্ন আছে, যেমন নুহাশ পল্লীতে একটি শুটিং সেট ছিলো,সেটা এখন অনেক অযত্নে পড়ে আছে। তবে নুহাশ পল্লীর পরিচয় মূলত গাছ গাছালি সবুজ প্রকৃতির জন্যই।
নাহিদা