ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

সেন্টমার্টিনের কুকুরের দায়িত্ব নেয়া প্রসঙ্গে সরকারকে যা বললেন নিলয়

প্রকাশিত: ০০:৫৫, ১৭ নভেম্বর ২০২৪; আপডেট: ০১:১৬, ১৭ নভেম্বর ২০২৪

সেন্টমার্টিনের কুকুরের দায়িত্ব নেয়া প্রসঙ্গে সরকারকে যা বললেন নিলয়

নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর সম্প্রতি সেন্টমার্টিনের কুকুরদের নিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি সরকারের কাছে অবলা পশুগুলোর জন্য সহায়তার আবেদন জানিয়েছেন। ছোট পর্দার এই তারকা তার অভিনয়ের মাধ্যমে একের পর এক ভিন্ন ঘরানার নাটকে দর্শকদের মুগ্ধ করছেন, তবে তার সামাজিক সচেতনতাও মুগ্ধ করে।

ফেসবুকে নিলয় আলমগীর লিখেছেন, ‘‘সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, প্লিজ সেন্টমার্টিনের কুকুরদের নিয়ে কিছু লেখুন। সরকারকে দায়িত্ব নিতে হবে। এত এত কুকুর, খাবারের অভাবে মরে যেতে পারে না।’’

এছাড়াও, তিনি দেশের কুকুর নিয়ন্ত্রণ সংক্রান্ত সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন তুলে বলেন, ‘‘দেশে কুকুর নিয়ন্ত্রণের জন্য কি সরকার কোনও বন্ধ্যাত্বকরণ কর্মসূচী গ্রহণ করেছে? আর যদি নিয়েও থাকে, সাধারণ মানুষ কেন জানে না?’’

প্রসঙ্গত, নিলয় আলমগীর বছরের অধিকাংশ সময় নাটক নিয়ে ব্যস্ত থাকেন। সম্প্রতি তিনি ‘‘সাত দিনের কমিশনার’’ নামক নাটকে কমিশনার চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। এই নাটকটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমস্যা নিয়ে নির্মিত।

নুসরাত

×