একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত। বাংলাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত এই কিংবদন্তী একাধারে অভিনেতা, নাট্যনির্দেশক ও নাট্যকার। সম্প্রতি তিনি নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। ‘শেকড়ের টানে’ নামের নাটকটি লিখেছেন সুজিত বিশ্বাস এবং নির্মান করেছেন বাবু সিদ্দিকী। নাটকটিতে অভিনয়
প্রসঙ্গে আবুল হায়াত বলেন, এই নাটকে আমি গল্পের প্রধান চরিত্র অর্থাৎ আমি দাদুর চরিত্রে অভিনয় করেছি। গল্পে দেখা যাবে যে আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম গরীব একটি মেয়েকে বিয়ে করার জন্য। ২৫/২৬ বছর পর তার একটি ছেলে আমার কাছে এসে উপস্থিত হয় শেকড়ের টানে। এটাই মূল গল্প। এর আগে আমি বাবু সিদ্দিকীর নির্দেশনায় কাজ করিনি। তার কাজের ডিজাইন ভালো। আমার কাছে ভালোলেগেছে। নাটকটিতে আবুল হায়াতের সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, আরজুমান্দ আরা বকুল, শাশ^ত দত্ত, মাফতোহা জান্নাত মিম। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, এই সময়ে এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ করার বিষয়টি ভীষণ সাহসের। পরিচালককে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি গল্প নির্বাচন করার জন্য। আরজুমান্দ
আরা বকুল বলেন, দীর্ঘদিন পর হায়াত ভাইয়ের সঙ্গে কাজ করে সত্যিই ভীষণ ভালোলাগলো। আমাদের মধ্যে গুনীজনেরা এখনো আছেন এটাইতো আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। শাশ^ত দত্ত বলেন, কাজটা আমাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিলো। কারণ আমাদের সবার সিডিউল জনিত সমস্যা এবং বাজেটেরও একটা বিষয় ছিলো। সবমিলিয়ে আমার খুব ভালোলেগেছে। নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
গৌতম/রাজু