ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

রিজোয়ান রাজনের মূকাভিনয় এবার বার্মিংহামে

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১, ১৫ নভেম্বর ২০২৪

রিজোয়ান রাজনের মূকাভিনয় এবার বার্মিংহামে

.

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বাংলাদেশী আর্টিস্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলা উইক ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। বার্মিংহাম হিপোড্রোম, হার্স্ট স্ট্রিট বি৯৪ টিভিতে আজ সন্ধ্যা ৬টায় বাংলা উইকের উদ্বোধন হবে। এ দিনের বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশের মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের ‘অনিল কাকা’ মঞ্চায়ন হবে। রিজোয়ান রাজনের মূকাভিনয়ের বৈশিষ্ট্য হল ঐতিহ্যবাহী বাঙলা নাট্যরীতির অনুসরণে গ্রিক-রোমান মূকাভিনয়ের ধারাবাহিকতায় বাঙলা মূকাভিনয় উপস্থাপন। অনিল কাকা মূকাভিনয়ে সাম্প্রদায়িক সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে।

আজকের বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যায় দেশে দেশে রাজনৈতিক কিংবা ভূ-রাজনীতির বলী হয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জন্মভূমি ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছে আর যদি সংখ্যালঘু হয় তবে বাস্তবতা আরও নির্মম। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী, ফিলিস্তিন, ইউক্রেন, লেবানন, সিরিয়ার সাধারণ জনগণ আজ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। তাদেরই একজন বাংলাদেশের অনিল কাকা। অনিল কাকারা রাজনীতির বলীর পাঠা হয় বারবার। এভাবে। আর কতকাল অনিল কাকারা নিঃশেষ হবে...? এমননি একটি গল্পের মূকাভিনয় নিয়ে মঞ্চে আসবেন নবজাগরণের মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন।

×