.
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা কানিজ খাদিজা তিন্নি। পেশাদার সংগীতশিল্পী হিসেবে পথচলার শুরুর দিকে যদিও তাকে সেরাকণ্ঠের তিন্নি হিসেবে পরিচিত হতে হতো। কিন্তু বেশকিছু ভালো ভালো মৌলিক গান প্রকাশ, সেসব গানের জন্য স্বীকৃতি লাভ, অবিরত স্টেজ শো, টিভি শোতে তার উপস্থিতি, সবমিলিয়ে তিন্নি একজন শ্রোতাপ্রিয় গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। যে কারণে এখন আর সেরাকণ্ঠের তিন্নি পরিচয়ে পরিচিত হতে হয় না। আজকের তিন্নি হয়ে উঠার জন্য অবশ্য তাকে অনেক কষ্টও করতে হয়েছে। তার বাবা-মা আর ভাই তাকে সবসময় পাশে থেকে সহযোগিতা করেছেন।
তিন্নিকে এবার নির্বাচিত সোনালি দিনের গান পরিবেশন করতে দেখা যাবে মিউজিক্যাল শো এটিএন মিউজিকে। যেহেতু আগামী ১৭ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার রুনা লায়লার জন্মদিন। তাই তারই জন্মদিন উপলক্ষে এবারের পর্বটি প্রচার হবে আগামী ১৭ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটে। অনুষ্ঠানের শুরুতেই তিন্নি পরম শ্রদ্ধা নিয়ে রুনা লায়লারই একটি গান পরিবেশন করবেন। গানটি হচ্ছে ‘মন চায় প্রতিদিন তুমি আমি একদিন’। ফখরুল হাসান বৈরাগী পরিচালিত ‘মানসী’ সিনেমাতে চিত্রনায়িকা নূতনের লিপে রুনা লায়লার গাওয়া এই গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর সংগীত করেছেন আনোয়ার পারভেজ। তিন্নি বলেন, আমার গানের সকল আরাধনা, সাধনা সব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামকে ঘিরেই। ছোটবেলা থেকে তিনিই আমার গানের অনুপ্রেরণা। খুব ইচ্ছে ছিল মহান এই শিল্পীকে কাছে থেকে দেখার, তাকে পা ছুঁয়ে সালাম করার। সেই সুযোগ হয়েছিল প্রথম ২০২২ সালে। সেই মুহূর্তটিই এখনো জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে আছে আমার কাছে। তিনি আমাকে চিনেন, এটাইতো আসলে এক জীবনের অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ জানাই এটিএন মিউজিকের প্রযোজক নন্দিতা আপাকে। মন থেকে দোয়া করি আল্লাহ যেন রুনা ম্যামকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আরও বহুবছর তিনি আমাদের মাঝে থাকুন।