ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

হুমায়ূন আহমেদের বন্ধুত্বের কোন বয়স ছিল না

প্রকাশিত: ১৬:২২, ১৫ নভেম্বর ২০২৪

হুমায়ূন আহমেদের বন্ধুত্বের কোন বয়স ছিল না

বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন উপলক্ষে তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, হুমায়ূন আহমেদের বন্ধুত্বের কোনো বয়স ছিল না। হুমায়ূন আহমেদের যেমন সববয়সী বন্ধু ছিল তেমনি বয়সে ছোট প্রকাশক বন্ধুরাও ছিল, তারা ছোট ভাইদের বয়সী।

তিনি আরো বলেন, তার সবচেয়ে ভালো বন্ধু ছিল নাটকের শিশু শিল্পীরা।এবং তারা হুমায়ূনকে স্যার আঙ্কেল ডাকতো। তারা হুমায়ূন স্যার বা হুমায়ূন আঙ্কেল ডাকতো না,স্যার আঙ্কেল ডাকত। এরা অপেক্ষা করতো স্যার আঙ্কেলের সাথে খাবে।কারণ তারা জানে, স্যার আঙ্কেলের সাথে খেলে তিনি মজার মজার গল্প বলবেন, তাদেরকে বেড়ে খাওয়াবে। এবং হঠাৎ করে সেই নুহাশ পল্লির অজ পাড়াগাঁয়ে শুটিং হচ্ছে,কারো পিজ্জা খেতে মন চাচ্ছে তখন তারা জানতো যে, স্যার আঙ্কেলের কাছে পিজ্জা খেতে চাইলেও তিনি ঢাকা থেকে এনে পিজ্জা খাওয়াবে।
তখন বিষয়টা হাস্যকর মনে হলেও এখন মনে হয় উনার থেকে এসব শিখতে পেরেছি। আমরা কাছের যারা আছি তারা একটু হলেও এসব শিখতে পেরেছি।

নাহিদা

×