ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

জন্মদিনে হুমায়ূন আহমেদকে নিবেদিত আলোচনা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ১৩ নভেম্বর ২০২৪

জন্মদিনে হুমায়ূন আহমেদকে  নিবেদিত আলোচনা

.

টানা চার দশক আপন সৃষ্টিশীলতায় তিনি মোহাচ্ছন্ন করে রেখেছিলেন পাঠককেসহজ-সরল ভাষা ছিল তাঁর লেখনীর অন্যতম বৈশিষ্ট্যসরল রেখার মতোই সহজ ছিল তাঁর লেখার ভাষাসেই কীর্তিমান কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্মদিন ছিল বুধবার

জননন্দিত এ লেখকের জন্মদিন উদ্্যাপনে আলোচনাসভার আয়োজন করে বাংলা একাডেমিলেখকের মূল্যায়নধর্মী সে আলোচনায় বক্তারা বলেন, দেশের সাহিত্য ভুবনে হুমায়ূন আহমেদ একটি আনন্দের নামতিনি সত্যিকারের এক জাদুকর লেখকতাঁকে বোঝার মাধ্যমে দেশের মানুষের একটি অংশের মনোজগ অনুধাবন সম্ভবএ কারণেই তিনি এখনো যথেষ্ট অপঠিত লেখকবুধবার বিকেলে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই আলোচনাসভার আয়োজন করে বাংলা একাডেমিএতে হুমায়ূন আহমেদ ও বাংলাদেশের মধ্যবিত্তশীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র।  স্বাগত বক্তব্য দেন একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিনআলোচনায় অংশ নেন অধ্যাপক আহমেদ মাওলা ও অধ্যাপক সুমন রহমানহুমায়ূন আহমেদ বিষয়ে তাক্ষণিক মূল্যায়ন উপস্থাপন করেন কবি ও কথাশিল্পী কাজল শাহনেওয়াজসভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম

মূল প্রবন্ধে সালাহ উদ্দিন শুভ্র বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে বড় ঘটনা-এটা নিঃসন্দেহে বলা যায়এর প্রধান কারণ হলো পাঠকতিনি যে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তা শিক্ষিত মধ্যবিত্ত বাংলাদেশের সমাজে আর ঘটেনিতিনি খোদ ঢাকায় বসে, সংস্কৃতির কেন্দ্র যে মধ্যবিত্ত তার ভেতরে ঢুকতে পেরেছেনযে কারণে তাঁকে নিয়ে আলাপ করতে আমরা বাধ্য হইতিনি বলেন, হুমায়ূন আহমেদের এই জনপ্রিয়তার সাহিত্যিক বা রাজনৈতিক গুরুত্বকে অস্বীকারের উপায় নাইতাঁকে বোঝার মধ্য দিয়ে বাংলাদেশের একটি অংশের মনোজগ অনুধাবন সম্ভব

ড. সরকার আমিন বলেন, হুমায়ূন আহমেদ একটি আনন্দের নামঅসুখী সময়ে ও স্বদেশে তিনি তাঁর লেখার মধ্য দিয়ে স্বস্তি ও আনন্দের বার্তা বয়ে আনতেনতিনি সত্যিকারের জাদুকর লেখক

আলোচকদ্বয় বলেন, হুমায়ূন আহমেদ পূর্ববঙ্গের সমাজ ও মানুষকে যেভাবে তাঁর সাহিত্যে ধারণ করেছেন, তা তাঁকে পাঠকপ্রিয়তা দিয়েছেএকইসঙ্গে সাহিত্যমানের বিচারেও তিনি অনন্যতারা বলেন, হুমায়ূন আহমেদ তাঁর লেখার মধ্য দিয়ে তাঁকে পাঠের অনিবার্যতা তৈরি করেছেনসংলাপ-প্রধান কথাসাহিত্যিক রচনায় তিনি অনেকক্ষেত্রে বর্ণনার প্রয়োজনও পাঠককে ভুলিয়ে দিতে সক্ষম হয়েছেনতাঁর রসবোধ, অতিপ্রাকৃতিকতা-প্রীতি কিংবা কল্পবৈজ্ঞানিক পরিপ্রেক্ষিত- সবকিছুর কেন্দ্রেই ছিল বাংলাদেশের গ্রামীণ ও নাগরিক মধ্যবিত্ততাদের ক্ষয়িষ্ণু জীবনকে অনন্য বিভায় নিজের লেখায় আমৃত্যু তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ

কাজল শাহনেওয়াজ বলেন, বিশেষত আশির দশকে টেলিভিশনকে কেন্দ্র করে আমাদের সামাজিক আলোড়ন হুমায়ূন আহমেদ অসাধারণভাবে ধারণ করেছেন

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, হুমায়ূন আহমেদ এখনো যথেষ্ট অপঠিত লেখককারণ আমাদের পাঠ-পরিসরে তাঁর গুরুত্বপূর্ণ রচনা যথাযথভাবে মূল্যায়িত হতে দেখা যায় নাআমাদের গুরুভার সাহিত্যালোচনার সীমানাতেও হুমায়ূন প্রায়শই অনুপস্থিত থাকেন, যা কোনোভাবেই বাংলাদেশের সাহিত্যের জন্য সুখকর খবর নয়তিনি বলেন, হুমায়ূন আহমেদ তত্ত্বশাসিত চোখের বাইরে দেখতে চেয়েছেন এবং পেরেছেন মুক্তিযুদ্ধকেপ্রেমকে আবিষ্কার করেছেন আমি-তুমির প্রথাগত পরিধির বাইরে গিয়েউত্তর প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদ নিশ্চিতভাবেই নতুন পাঠ ও পর্যালোচনা নিয়ে হাজির হবেনঅনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান

×