-
প্রায় চার বছর পর ঈদের বাইরে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। আগামীকাল দেশের ৭০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে অভিনেতার ‘দরদ’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এর মধ্যে সিনেমার ট্রেইলার ও ‘এই ভাসাও’ গানটি দর্শকের মধ্যে প্রশংসিত হয়েছে। এর আগে ‘দরদ’ সিনেমার টিজার এসেছিল গত এপ্রিলে। সেখানে শাকিবের দেখা মেলে দুই রূপে। দেড় মিনিটের ওই টিজারে শাকিব কখনো একজন নিরিবিলি স্বভাবের তরুণ। কখনো আবার খুনি রূপে হাজির হয়েছেন। এদিকে গত ঈদে শাকিবের ‘তুফান’ বাজিমাত করে। দর্শক এ সিনেমাতে নতুন এক শাকিবকে আবিষ্কার করে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও শাকিবের ‘তুফান’ দারুণ প্রশংসা কুড়ায়। এখন সময় বলে দেবে ঈদের বাইরে শাকিব দরদে কতটা ভাসাবেন। অভিনেতা এখন ব্যস্ত নতুন সিনেমার শূটিংয়ে। ভারতে মেহেদি হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমার শূটিং করছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় অনেকের মন্তব্য, সিনেমাটি শুরু থেকে জোর প্রচার থাকলেও শেষের দিকে আওয়াজহীন হয়ে পড়েছে এটি। দেশে নেই সিনেমার প্রধান নায়কই। তবে সোমবার কলকাতার এক অনুষ্ঠানের মঞ্চে শাকিব ‘দরদ’ নিয়ে কথা বলেন। তার ভাষ্য, ‘আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সঙ্গে সঙ্গে সবার ভালোবাসায় এক ঘণ্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।’ দরদের শূটিংয়ের সময় থেকে ভিন্ন ঘরানার প্রচারের কথা জানিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। ঈদ ছাড়াই উৎসবের আমেজ তৈরি করবে দরদ এমন আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। ফলে দরদ নিয়ে তেমন কোনো আগ্রহ সৃষ্টি হয়নি দর্শকদের মধ্যে।
গত বছর শুরু হয়েছিল দরদের শূটিং। সে সময় জানানো হয়েছিল দরদ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি পাবে পাঁচটি ভাষায়। টিজার প্রকাশ করা হবে বুর্জ খলিফায়। শাকিব ভক্তদের নিয়ে বিশাল আয়োজন করে প্রকাশ করা হবে ট্রেলার। তবে ঘোষণার কিছুই বাস্তবে প্রতিফলিত না হওয়ায় সমালোচনার মুখে পড়েন অনন্য মামুন। এদিকে সিনেমার গল্পের আভাস দিয়ে পরিচালক মামুন বলেন, ‘বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও।’
অনন্য মামুনের ভাষ্য, চারটি প্রযোজনা সংস্থার অর্থলগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। শূটিংয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। ১৪৯ মিনিট দৈর্ঘের ‘দরদ’ সিনেমায় ৭টা গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে।’
বাংলা ভাষার পাশাপাশি দরদ ভারতে মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায়। ‘দরদ’ সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খানের সঙ্গে আছেন বলিউডের সোনাল চৌহান। আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।