ছবি: স্নিগ্ধা জামান
চিঠির যুগ এখন আর নেই। তবু ‘বেনামি চিঠি’ এল কণ্ঠশিল্পী স্নিগ্ধা জামানের। না এই চিঠি কাগজে নয়, কথা ও সুরে ভেসে উঠলো শিল্পীর কণ্ঠে। সম্প্রতি তিনি প্রকাশ করলেন ‘বেনামি চিঠি’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও।
শাহাদাত শাওনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শান শায়েক। মিউজিক আলফার আয়োজনে এটি প্রকাশ হয়েছে।
গানটি প্রসঙ্গে স্নিগ্ধা জামান বলেন, ‘দারুণ কিছু মিষ্টি কথামালায় এ গানটি। সুরও খুব মিষ্টি হয়েছে বলতে হয়। যারা সুন্দর ও সাজানো কথা ও সুরের গান পছন্দ করেন এটি তাদের ভালো লাগবে বলে আশা করছি।’
বিশ্ব সাহিত্য কেন্দ্রে গত ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় লোগো উন্মোচনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। গীতিকার, সুরকার-সংগীত পরিচালক ও কয়েকজন শিল্পীর সমন্বয়ে মিউজিক আলফা। এখানে প্রত্যেকে মেধাশ্রমের বিনিময়ে সমানভাবে কাজ করছেন। বাংলা গানকে আরও সমৃদ্ধ ও ছড়িয়ে দিতে এ প্ল্যাটফর্ম।
এরমধ্যে এ প্ল্যাটফরম থেকে আরও প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী সাব্বিরের ‘আমি আকাশ হয়ে আছি’, জুয়েলের ‘মেঘ বর্ষা ঝুম’ ও অন্তর রহমানের ‘পাখি আমার’।
বুলবুল/জাফরান