ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম

প্রকাশিত: ১১:৩২, ১৩ নভেম্বর ২০২৪

আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম

সংগীত শিল্পী আতিফ আসলাম

‘লেটস ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের উৎসবে চলতি বছরের এপ্রিল মাসে ঢাকার মঞ্চ মাতিয়েছিলেন আতিফ আসলাম। আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন তিনি। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন পাকিস্তানের এই শিল্পী ।  

 

পাকিস্তানের এই শিল্পী উর্দুর পাশাপাশি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন। কণ্ঠ দিয়েছেন ভারতীয় সিনেমার কিছু জনপ্রিয় গানেও। সারা বিশ্বে তার গানের অনুরাগী ছড়িয়ে–ছিটিয়ে আছে। ইউটিউব ও সোশ্যাল মিডিয়াতেও তরুণ-তরুণীরা তার গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আতিফ আসলামের সংগীত জগতে অভিষেক হয় ২০০৪ সালে ‘জলপরি’ অ্যালবামের মধ্য দিয়ে । তারপর ক্রমে এগিয়েছেন। ভাগ্যও সহায় ছিল। ‘জলপরি’ অ্যালবামের গান ভালো লাগায় পরিচালক মহেশ ভাট তাকে আমন্ত্রণ জানান। ২০০৫ সালে ‘জেহের’ ছবির ‘ওহ লামহে’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। এই গান ভারতীয় সংগীতের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছিল।‘আজব প্রেম কি গজব কাহানি’ ছাড়াও আব্বাস-মাস্তানের ‘রেস’ ছবির জনপ্রিয় গান ‘পেহলি নজর ম্যায়’ গান গেয়েছেন তিনি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবির গানটি সংগীতপ্রেমীদের মনে দোলা দিয়েছিল।

একই ঘটনা ঘটেছিল ‘কলিযুগে’র গান ‘আদাত’ এর ক্ষেত্রেও।১৭-১৮ বছর পর আজও গান দুটি ভালো লাগার জোয়ারে ভাটা পড়েনি।‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমান খানের হয়ে প্রথমবার প্লেব্যাক করেন আতিফ। তার গাওয়া ‘তু চাহিয়ে’ গানটির সুর দিয়েছিলেন প্রীতম। সালমান খানের হয়ে প্লেব্যাক করা জনপ্রিয় আরও একটি গান হচ্ছে ‘দিল দিয়া গাল্লা’। 

 

 

 

তাবিব

×