সংগৃহীত ছবি।
দিল্লির মান্ডোলি জেলে বন্দী সুকেশ চন্দ্রশেখর, যিনি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথিত প্রেমিক, সম্প্রতি এক চিঠি লিখে খবরের শিরোনামে এসেছেন তিনি। চিঠিটি তিনি যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়েছেন। এ চিঠিতে, ট্রাম্পকে 'বড় ভাই' সম্বোধন করে সুকেশ শুধু ট্রাম্পের জয়কে অভিনন্দন জানাননি, বরং তাঁর কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন। ট্রাম্পের সঙ্গে ১০ বছর আগের সাক্ষাতের স্মৃতিও সামনে আনেন তিনি।
চিঠিতে সুকেশ লিখেছেন, ‘মনে আছে, এক দশক আগে শেষ সাক্ষাতের সময় আপনি আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, “পৃথিবী যেভাবে আছে, সেভাবে গ্রহণ করুন বা এটিকে আপনার মতো দেখুন”, সেই কথাগুলো আজও আমার কানে বাজছে, সব সময় আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অনেক ভালোবাসি ভাই।’
তিনি আরও উল্লেখ করেন যে তার কোম্পানি ‘এলএস হোল্ডিংস’ এবং ‘এলএস গেমিং এলএলসি’ আগামী দুই বছরে যুক্তরাষ্ট্রে ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়াবে। এই বিনিয়োগের সঙ্গে, সুকেশ দাবি করেন, জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য হলিউডে একটি বৃহৎ ব্যবসায়িক উদ্যোগ শুরু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখযোগ্য যে, সুকেশ চন্দ্রশেখর ২০১৫ সালে ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় গ্রেপ্তার হন এবং বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী আছেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই জ্যাকুলিনের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো প্রমাণ প্রকাশ করেন নি তিনি।
নুসরাত