বাংলাদেশের নাট্যাঙ্গনে এই সময়ের ব্যস্ততম অভিনেতা নিলয় আলমগীর। রিয়েলিটি শো সুপার হিরো সুপার হিরোইনের মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু। এরপর বিজ্ঞাপনে, নাটকে কাজ করেই চলছিলেন নিলয়। কিন্তু যে নাটকটিতে তার অভিনয় দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হয় সেটি হলো চ্যানেল আইতে প্রচারিত সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিক নাটকটি। এই নাটকে সেলিম চরিত্রে দুর্দান্ত অভিনয় নিলয়ের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। আর এর পর পরই নাটকের একজন অভিনেতা হিসেবে নিলয়ের কাজ বাড়তে থাকে, পাশাপাশি তার জনপ্রিয়তাও বাড়তে থাকে। নিলয় আলমগীর বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আমার বাবা মায়ের দোয়ায় আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। আমার অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তানভীর খান ভাই, সানিয়াত হোসেন ভাই ও সৈকত সালাহ উদ্দিন ভাইয়ের কাছে, কারণ তারা আমার ক্যারিয়ারের শুরুর দিকে আমার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন। অবশ্যই কৃতজ্ঞ আমার সকল নাটকের প্রযোজক, পরিচালক, সহশিল্পীদের প্রতি। এটা সত্যি যে ট্রেন্ডি গল্পের বাইরেও ভালো গল্পের নাটক বিশেষত পারিবারিক গল্পের নাটকেও অভিনয় করি। কিন্তু সেসব নাটক দর্শক খুব কমই দেখেন। আমরা কিন্তু দর্শকের জন্য অভিনয় করি। আর দর্শক যে নাটক দেখেন সেটা কিন্তু এই সময় ভিউ দিয়েই বিবেচিত হয়। দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে বা পেজে আপনাদের অভিমত জানাবেন। আমরা দর্শকের অভিমতকে খুব গুরুত্ব দেই। আগামী কিছু দিনের মধ্যে নিলয় মোহিন খান, এস আর মজুমদার, প্রীতি দত্ত, মোহন আহমেদ, জুবায়ের ইবনে বকর, জুলফিকার শিশিরসহ বেশ কয়েক পরিচালকের নাটকে অভিনয় করবেন।