ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিশেষ নাটক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ১১ নভেম্বর ২০২৪

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিশেষ নাটক

‘আমি এবং আমরা’ নাটকের একটি দৃশ্য

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে নাট্যসংগঠন বহুবচন। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে দলের ২৫তম প্রযোজনা ‘আমি এবং আমরা’ মঞ্চায়ন হবে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘আমি এবং আমরা’ অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন মনু মাসুদ এবং নির্দেশনা দিয়েছেন আরহাম আলো। নাটকটি মঞ্চায়ন প্রসঙ্গে নাটকটির প্রযোজনা অধিকর্তা, দলপ্রধান এবং মঞ্চের মিসির আলীখ্যাত অভিনেতা তৌফিকুর রহমান বলেন, ৫৩ বছরের দল বহুবচন। আমরাই প্রথম হুমায়ূন আহমেদের কাজ মঞ্চে আনি। তিন তিনটি কাজ করেছি। প্রতি বছর তার জন্মদিনে আমরা তার কাজ মঞ্চায়নের মধ্য দিয়ে আমরা আমাদের শ্রদ্ধা প্রকাশ ও স্মরণ করি। এরই ধারাবাহিকতায় এবারের মঞ্চায়ন ‘আমি এবং আমরা’। নির্দেশক জানান, ‘আমি এবং আমরা’ নাটকটির কাহিনী গড়ে উঠেছে তন্ময় নামের এক মানব সন্তানকে ঘিরে যার জীবন সমাজ নিষ্পেশনের এক নিষ্ঠুর বাস্তবতা। সে পুরুষ নয় আবার নারীও নয়। তৃতীয় লিঙ্গের এই সন্তানকে সমাজের অভিসম্পাত থেকে মুক্তি দিতে তার শৈশবেই বুকে পাথর বেঁধে মা মেরে ফেলতে চেয়েছিল। মৃত্যু এবং বেঁচে থাকার মধ্যবর্তী সীমানা থেকে ঘুরে দাঁড়িয়ে সে বাঁচল সত্য তবে সমাজ, প্রেম, ভালোবাসা, সংসারÑ সব জায়গা থেকে প্রত্যাঘাত পেয়ে  সে একা বড় একা। ফলাফলে মৃত্যুই তার একমাত্র কাম্য। সেই পথের শেষ সীমায় যখন পৌঁছে গেল তন্ময় তখন সূর্যোদয়ের মতো অন্ধকার হটিয়ে আলোকবর্তিকা হয়ে পথ আগলে দাঁড়ালেন মিসির আলী। মিসির আলী কি পারবেন তন্ময়কে রক্ষা করতে তা নিয়েই নাটকটি।

×