ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা কে !

প্রকাশিত: ১৪:০৮, ১১ নভেম্বর ২০২৪

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা কে !

প্রভাস। ছবি- সংগৃহীত

বলিউডের তারকাদের নিয়ে আমাদের মনে সবসময়ই একটা কৌতুহল কাজ করে। অর্থাৎ তারা সিনেমা প্রতি কে কত পারিশ্রমিক নেয়, কে কত কম বা বেশি পারিশ্রমিক নেয় ইত্যাদি ইত্যাদি। এমন সব প্রশ্ন সামনে আসলেই আমাদের মনে প্রথমেই শাহরুখ, সালমান, আমির খানের চেহারা ভেসে উঠে। কিন্তু পারিশ্রমিকের শীর্ষে আসলে ওনারা না, অন্য কারও নাম যোগ হয়েছে।

বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম তেলেগু সুপারস্টার প্রভাস। তার জনপ্রিয়তা ও কদর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে 'বাহুবলী' সিনেমার পর থেকে, যা তাকে আন্তর্জাতিক পরিসরে পরিচিতি এনে দিয়েছে।

সম্প্রতি জানা গেছে, প্রভাস এখন প্রতি সিনেমার জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন যা অন্যান্য অভিনেতাদের থেকে অনেক বেশি। ভারতীয় এক গণমাধ্যমের সূত্র অনুযায়ী, প্রভাস তার পরবর্তী তিনটি সিনেমা থেকে মোট ৬০০ কোটি রুপি পারিশ্রমিক পাবেন। এটি ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে একজন অভিনেতার সর্বোচ্চ পারিশ্রমিক।

সফল সিনেমা নির্মাণের জন্য প্রশংসিত হোমবালে ফিল্মস, যাদের প্রযোজনায় 'কেজিএফ' এবং 'কান্তারা' মতো ব্লকবাস্টার সিনেমা মুক্তি পেয়েছে, এখন প্রভাসের সাথে তিনটি সিনেমা তৈরি করতে যাচ্ছে। সিনেমাগুলো মুক্তি পাবে যথাক্রমে ২০২৬, ২০২৭ এবং ২০২৮ সালের মধ্যে। প্রথম সিনেমাটি হবে 'সালার টু', যা পরিচালনা করবেন প্রশান্ত নীল। বাকি দুটি সিনেমার নাম এবং পরিচালক এখনও ঘোষণা করা হয়নি, তবে লোকেশ কঙ্গরাজ ও প্রশান্ত ভার্মা তাদের পরিচালনা করার সম্ভাবনা রয়েছে।

প্রভাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল 'কল্কি ২৮৯৮এডি', যা বিশ্বব্যাপী প্রায় ১২০০ কোটি ভারতীয় রুপি আয় করেছে। এর আগের বছর, ২০২৩ সালে মুক্তি পাওয়া 'সালার' সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৭০০ কোটি রুপি আয় করেছিল, যা তার স্টারডমকে আরও শক্তিশালী করেছে।

এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, প্রভাস এখন শুধু তেলেগু সিনেমার মধ্যে নয়, পুরো ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি বড় নাম। তার জনপ্রিয়তা ও পারিশ্রমিকের ঊর্ধ্বগতি আগামীদিনে আরও বড় চমক সৃষ্টি করতে পারে বলে আশা করা যায়।

নুসরাত

×