ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

ফিল্মসিটি থেকে বাদ গেলো ‘বঙ্গবন্ধু’

প্রকাশিত: ১৪:০১, ১১ নভেম্বর ২০২৪

ফিল্মসিটি থেকে বাদ গেলো ‘বঙ্গবন্ধু’

গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটির নাম বদলে প্রাথমিকভাবে  ‘বাংলাদেশ ফিল্ম সিটিনামকরণ করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিএফডিসি কর্তৃপক্ষ এই নাম পরিবর্তনের প্রস্তাব দেয়।

 

গত রবিবার বিকেলে ফিল্ম সিটির ইনচার্জ নাসির উদ্দিন জানান, এই নাম পরিবর্তনের প্রস্তাবনা এখনো পাশ হয়নি। যদিও লিখিতভাবে এখন আর আগের নামটি ব্যবহার হচ্ছে না । এফডিসি থেকেবাংলাদেশ ফিল্ম সিটিবলার নির্দেশ আছে।

 

১৯৮০ সালে ফিল্ম সিটি নির্মাণকালে এই নামই ছিল। যা ২০১৫ সালে বদলে রাখা হয় বঙ্গবন্ধু ফিল্ম সিটি’।

 

৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ১০৫ একর জায়গাজুড়ে ফিল্ম সিটিটি অবস্থিত। প্রকল্পটির পুরোপুরি কাজ শেষ হবে ২০২৮ সালে।

 

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, এটি পুরোপুরি চালু হলে দেশে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মিত হবে। শুটিংয়ে বিদেশ নির্ভরতা কমবে। চলচ্চিত্রপ্রেমীদের সিনেমা দেখার আগ্রহ বাড়বে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

তানজিলা

×