ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

কেমন চলছে জাহ্নবী - এনটিআরের দেভারা?

প্রকাশিত: ০০:৫৮, ১১ নভেম্বর ২০২৪

কেমন চলছে জাহ্নবী - এনটিআরের দেভারা?

চলতি বছরের ২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের অন্যতম বড় তারকা জুনিয়র এনটিআর জাহ্নবী কাপুর ও সাইফ আলি খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দেভারা পার্ট ১’। 


অ্যাডভান্স বুকিংয়ে শুরু থেকে এই ছবির রেসপন্স ছিল দুর্দান্ত।বিশ্বব্যাপী প্রথম দিনে এই ছবি আয় করে ১৪০ কোটি টাকা!কোরাতালা শিব পরিচালিত এই সিনেমার হাত ধরেই তেলুগু ছবির দুনিয়ায় পা রেখেছেন জাহ্নবী কাপুর।

এই সিনেমায় সাইফ আলি খানকে জুনিয়র এনটিআরের বন্ধু হিসেবে দেখা যায়।যে অত্যন্ত নৃশংস একজন মানুষ। আর জাহ্নবী কাপুর অভিনয় করেছেন জুনিয়র এনটিআরের প্রেমিকা হিসেবে। 


সব মিলিয়ে ১৮ দিন শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে এই সিনেমার আয়ের পরিমান দাড়িয়েছে প্রায় ৪০৪ কোটি রুপি। তবে ভারতের তুলনায় আন্তর্জাতিক বাজারে তেমন ভালো করতে পারেনি সিনেমাটি। মুক্তির পরে মিশ্র রিভিউয়ের কারণে কিছুটাি মুখ থুবড়ে পড়ে সিনোমাটি।শেষ পর্যন্ত কত আয় করতে পারে সেটিই এখন দেখার বিষয়।

 

তাবিব

×