ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

আসছে গানচিত্র ‘জেগেছে বাংলাদেশ’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৬, ১০ নভেম্বর ২০২৪

আসছে গানচিত্র ‘জেগেছে বাংলাদেশ’

.

বিএফডিসির জসিম ফ্লোরে  কয়েকদিন ধরে চলছিল সেট নির্মাণের কাজ। বিশাল আয়োজন। ভিন্ন কনসেপ্ট। ভিন্ন সেট আর অর্ধশত শিল্পীর সমাগম।  তৈরি হয়েছে রহস্য। সবার কৌতূহল, কী হচ্ছে এখানে? অবশেষে খোঁজ মিলেছে। জানা গেছে,  বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গান ‘জেগেছে বাংলাদেশ’-এর ভিডিও  তৈরির প্রক্রিয়া চলছে সেখানে।  গানটি রচনা করেছেন ফাহিম আল ইসহাক চৌধুরী। মিউজিক করেছেন আহমেদ হুমায়ুন আর গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন রুবেল খন্দকার।

ফিহা মাল্টিমিডিয়ার প্রযোজনায় গানটির ভিডিওচিত্র নির্মাণে রয়েছেন উজ্জ্বল রহমান। ক্যামেরায় সাহিল রনি এবং কোরিওগ্রাফিতে আসাদ খান। এতে মূল মডেল হয়েছেন এ কে আজাদ সেতু ও মুনতাহা এমিলিয়া। গানটির নির্মাণ প্রসঙ্গে উজ্জ্বল রহমান বলেন, আমরা ভিডিওতে অনেক কিছু বলার চেষ্টা করছি। ১৯৪৭ থেকে ২০২৪Ñ সাধারণ মানুষ আসলে কতভাবে বন্দি ছিল, সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। 
অন্যদিকে গানটির রচয়িতা ফাহিম আল চৌধুরী বলেন, এই গানে সাধারণ মানুষের কথা আছে। অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের গর্জে ওঠার গল্প আছে। প্রবাস জীবনেও দেশের জন্য যে তীব্র  ভালোবাসা তার প্রকাশও থাকছে এই গানচিত্রে। জানা যায়, গানচিত্রটি শীঘ্রই অবমুক্ত হবে অন্তর্জালে।

×