ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

পাবনা গেলেন পূজা চেরি ও ইমন

প্রকাশিত: ১৩:৩৫, ১০ নভেম্বর ২০২৪; আপডেট: ১৩:৩৭, ১০ নভেম্বর ২০২৪

পাবনা গেলেন পূজা চেরি ও ইমন

পূজা চেরি

গতকাল পূজা চেরি গিয়েছিলেন পাবনা সদরে। সেখানে কসমেটিকস রিটেইল চেইন শপ 'হারল্যান স্টোর'এর নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছে। সেটা উদ্বোধন করতেই নায়িকা ছুটে যান সেখানে। পাবনা সদরের মহিলা কলেজ রোড, রবিউল মার্কেটের দ্বিতীয় তলায় হারল্যান স্টোরের এই নতুন আউটলেটটির যাত্রা শুরু হয় পূজা চেরির হাত ধারেই। সঙ্গে ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন ও  হারল্যান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মেকআপের জন্য দেশেই পারফেক্ট ব্র্যান্ড পেয়েছেন এই নায়িকা। সেই ব্র্যান্ড হচ্ছে রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটির কালার কসমেটিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। আর মানুষকে সচেতন করছেন ভালো মানের কসমেটিকস ব্যবহারের বিষয়ে।

এ সময় পূজা চেরি আরও বলেন, "দেশব্যাপী হারল্যান স্টোর বাংলাদেশের মানুষের কাছে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর। যার ফলশ্রুতিতে দেশব্যাপী হারল্যান স্টোরের সব আউটলেটে পাওয়া যাচ্ছে বিশ্বমানের অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার এবং হোমকেয়ার পণ্য। শিল্প সংস্কৃতির জন্য বিখ্যাত শহর পাবনায় হারল্যান স্টোরের এই আয়োজনে আসতে পেরে আমি আনন্দিত। "

নায়ক ইমন বলেন, "দেশের সব ধরনের মানুষের কাছে অথেনটিক কসমেটিকস পণ্য পৌঁছে দিতে হারল্যান স্টোর প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভোক্তাদের মাঝে হারল্যান স্টোর হয়ে উঠেছে স্বস্তি ও আস্থার প্রতীক।

আর কে

×