ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মৃগী রোগে আক্রান্ত ‘দঙ্গল কন্যা’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ

প্রকাশিত: ২৩:২৬, ৭ নভেম্বর ২০২৪

মৃগী রোগে আক্রান্ত ‘দঙ্গল কন্যা’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ছবি:সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ,যিনি ‘দঙ্গল কন্যা’ নামেই বেশি খ্যাত।  সম্প্রতি সানা নিজের অসুস্থতা নিয়ে জানান যে, তিনি এক কঠিন রোগে আক্রান্ত। তবে এ ব্যাপারে শুরুতে কাউকে কিছুই জানাননি এই অভিনেত্রী। 


ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ফাতিমা সানা শেখ জানিয়েছেন, এপিলেপসি অর্থাৎ মৃগী রোগে আক্রান্ত তিনি। অভিনেত্রীর ভাষ্যমতে, "দঙ্গল সিনেমার শুটিংয়ের সময় আমার প্রথমবার মৃগী রোগ শনাক্ত হয়। প্রথমে বিষয়টি মানতেই পারছিলাম না, স্বীকার করতেই রাজি ছিলাম না যে, আমার এমন স্নায়বিক রোগ রয়েছে।''


সানা বলেন, আমি অনেক ভয়ে ছিলাম এ কারণে যে, যদি কখনো লোকজনের সামনে আমার খিঁচুনি শুরু হয়। যা কিনা এই রোগের প্রধান সমস্যা। মানুষ মনে করে আপনি হয়তো মাদকাসক্ত বা মনোযোগ পেতে চাইছেন। এ জন্য মৃগী রোগীদের অনেকেই এড়িয়ে চলেন। তিনি আরো বলেন, অধিকাংশ মানুষ মৃগীরোগ সম্পর্কে ভালোভাবে জানেন না। কীভাবে এ রোগের সমস্যা মোকাবিলা করতে হয়, তাও জানেন না। এ রোগীদের খিঁচুনি হলে প্রায় রোগীই ট্রমা অনুভব করেন।ওষুধও ঠিকমত খেতাম না।


এই বলিউড অভিনেত্রী জানান, একবার এই রোগের কথা পাপারাজ্জিদের জানিয়েছিলেন। তারা বিষয়টি সহানুভূতির সঙ্গে নিয়েছিলেন। এ জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তাদের প্রতি। 


ফাতিমা সানা শেখ জানান, এই শারীরিক সমস্যার কারণে শুটিং করতে পারেন নি। আমার এই রোগ শনাক্ত হওয়ার পর এতটাই ভয় পেয়েছিলাম যে, কোনো অনুষ্ঠান বা স্ক্রিনিংয়ে যাওয়া বন্ধ রেখেছিলাম।

নাহিদা

×