ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পর্দা নামছে যাত্রা উৎসবের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৯, ৭ নভেম্বর ২০২৪

পর্দা নামছে যাত্রা উৎসবের

যাত্রাপালার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

গত ০১ নভেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত যাত্রা উৎসবের পর্দা নামছে আজ। সপ্তাহব্যাপী এই আয়োজন দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। আজ (০৭ নভেম্বর) বৃহস্পতিবার সমাপনী সন্ধ্যায় যাত্রাবন্ধু অপেরা পরিবেশন করবে 'নবাব সিরাজউদ্দৌলা'।

এই উৎসবে শনিবার সন্ধ্যায় নিউ শামীম নাট্য সংস্থা পরিবেশন করেছিল 'আনার কলি'। অন্যদিকে রোববার ছিল বঙ্গবাণী অপেরা’র 'মেঘে ঢাকা তারা'। এছাড়া সোমবার নর-নারায়ণ অপেরা’র 'লালন ফকির, মঙ্গলবার বন্ধু অপেরা’র 'আপন দুলাল', বুধবার শারমিন অপেরা’র 'ফুলন দেবী'।

এই উৎসবে শনিবার সন্ধ্যায় নিউ শামীম নাট্য সংস্থা পরিবেশন করেছিল 'আনার কলি'। অন্যদিকে রোববার ছিল বঙ্গবাণী অপেরা’র 'মেঘে ঢাকা তারা'। এছাড়া সোমবার নর-নারায়ণ অপেরা’র 'লালন ফকির, মঙ্গলবার বন্ধু অপেরা’র 'আপন দুলাল', বুধবার শারমিন অপেরা’র 'ফুলন দেবী'।প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসব সবার জন্য উন্মুক্ত ছিল।

এর পূর্বে এই যাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার বলেন, “বাংলাদেশের সরকার পরিচালনায় যে দলই ক্ষমতায় আসুক, তারা যেন দেশেকে ভালোবাসে এটাই চাওয়া। আর আগে গ্রামে গ্রামে যাত্রাপালা হইত, সেই যাত্রাপালাও যেন হয়।

এছাড়া স্বাগত বক্তব্যে একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির বলেন, “সকলের সহযোগিতায় এই উৎসব আমরা সারাদেশে যেন ছড়িয়ে দিতে পারি। যাত্রাশিল্পসহ শিল্পকলার সকল মাধ্যমকে প্রবাহিতভাবে বেগবান করার সময় এসেছে।

উল্লেখ্য যে, অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলও এসেছিলেন পরিবারের সদস্যদের নিয়ে। দর্শক সারিতে বসে উপভোগ করেছেন প্রথম দিনের পরিবেশনা ‘নিহত গোলাপ’

নাহিদা

×