বিজেপি নেতা ও বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতার দুটি থানায় আলাদাভাবে দুটি মামলা হয়েছে। এই অভিনেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।
মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২৭ অক্টোবর কলকাতার সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন উসকানিমূলক বক্তব্য দেন। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিঠুন চক্রবর্তী আমিত শাহর সামনেই ওই বক্তব্য পেশ করেন।
সেই বক্তব্যকে সামনে এনে গত সোমবার ও আজ বুধবার কলকাতার বউবাজার ও বিধাননগর দক্ষিণ থানায় দুটি পৃথক মামলা করেছেন দুই তৃণমূল সমর্থক। যদিও বিজেপির স্থানীয় নেতারা বলছেন, মিঠুন চক্রবর্তী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বক্তব্যের পাল্টা মন্তব্যে কিছু কথা বলেছেন।
এবারের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের লোকসভা নির্বাচনী প্রচারে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আছে।বিজেপি আরও বলেছে, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে তৃণমূল দল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
তাবিব