ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ক্যারিয়ারের শুরুতে ছক্কা হাকালেন সৌন্দর্য

গৌতম

প্রকাশিত: ১৬:৩১, ৬ নভেম্বর ২০২৪

ক্যারিয়ারের শুরুতে ছক্কা হাকালেন সৌন্দর্য

বলিউডের এ সময়ের নতুন আলোচিত মুখ সৌন্দর্য শর্মা এবার খিলাড়ি কুমারের নায়িকা।'বিগ বস' থেকে আলোচনায় এ নায়িকা।

হিট কমেডি ফ্রাঞ্চাইসি 'হাউসফুল 'এর পঞ্চম কিস্তির ঘোষণা দিয়েছিলেন খিলাড়ি কুমার। পরিচালনায় তরুণ মনসুখানি, প্রযোজকের আসনে আছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

এক  সাক্ষাৎকারে সৌন্দর্য বলেন, আমি যেমন রোমাঞ্চিত, তেমনই কৃতজ্ঞ অনুভব করছি। এই সুযোগ আমার নিজেকে নতুন ভাবে চিনতে সাহায্য করেছে। আমি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে কৃতজ্ঞ। অক্ষয় কুমার, অভিষেক বচ্চনদের মতো অভিনেতাদের সঙ্গে এত বড় প্রজেক্টে কাজ করা আমার জন্য বিরাট ব্যাপার। ক্যারিয়ারের শুরুতে এমন সুযোগের কারণে নিজেকে সৌভাগ্যবান বলতেই পারি। আমি নিজের ১০০০ শতাংশ দিয়েছি।

এ ছবির চরিত্রের প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে আমার চরিত্র সম্পর্কে খুব বেশি বলতে পারব না। একজন অভিনয়শিল্পী এইরকম একটা চরিত্র পাওয়ার জন্য অনেক  অপেক্ষা করেন।  এই সিনেমা একটি সারপ্রাইজ প্যাকেজ। শুটিং সেটে সকলের সহযোগিতা পেতাম। অক্ষয় স্যার, অভিষেক স্যার, রীতেশ স্যার, জ্যাকলিন, নার্গিসদের মাঝে কখনও মনেই হয়নি আমি নতুন। সবসময় মজা করতাম।

বিগবস সম্পর্কে তিনি বলেন, বিগ বসের ঘরে ট্রফি জেতা আমার লক্ষ্য ছিল না। আমি কখনোই চাইনি মানুষ আমায় ভুল বুঝক। আমি খুব রক্ষণশীল পরিবারে বড় হয়েছি। তাই জানতাম না কী ভাবে এই ধরনের সমস্যার মোকাবিলা করতে হয়। তবে আমি মনে করি আমার ক্যারিয়ারে বিগ বসের বড় ভূমিকা রয়েছে।

নিজের শুরুর সময়ের ব্যাপারে তিনি বলেন, আমি মনে করি কেউ রাতারাতি তারকা হয়ে যায় না। অনেক কাজ করতে হবে, সেটা ক্যামেরার সামনেই হোক বা পিছনে। আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, আমার পরিবারের কেউ আইএএস, কেউ শিক্ষক, কেউ আবার ইঞ্জিনিয়ার।

প্রথমে অনেকটা সময় চলে গিয়েছিল বাড়িতে বোঝাতে। মুম্বইয়ে আসার পর আমি আরও বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমাকে বলা হয়েছিল আপনার কোনও গডফাদার নেই, তাই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কঠিন। তবে খারাপ সময়েও আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম এবং এগিয়ে গিয়েছে। এটাই আমার বেঁচে থাকার মুলমন্ত্র।

দক্ষিণী সিনেমায় কাজ প্রসঙ্গে সৌন্দর্য বলেন, আমার তো টালিউড-এ (বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি) কাজ করার ইচ্ছে রয়েছে। কলকাতা আমার ভীষণ প্রিয়। ভালো সুযোগ পেলে নিশ্চয়ই যাব।

×