বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড যাত্রা শুরু হয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে। গত বছর রুশো ভ্রাতৃদ্বয়ের আলোচিত সিরিজ ‘সিটাডেল-এ কাজ করেছেন। তবে মোটাদাগে প্রথম সারির হলিউড সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি ভারতীয় এ অভিনেত্রীকে।
গত কয়েক বছরে ‘এ কিড লাইক জেক’, ‘ইজন্ট ইট রোমান্টিক’, ‘উই ক্যান বি হিরোজ’-এর মতো সিনেমা করেছেন প্রিয়াঙ্কা।
যেগুলো ব্যবসায়িক সাফল্য পায়নি, জোটেনি সমালোচকদের প্রশংসাও।
প্রিয়াঙ্কা বলেন, বলিউডে আমাকে কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে কোনো ছবিতে নেওয়া হচ্ছিল না। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি।’
বলিউডের এত সাফল্য পেছনে ফেলে কেন ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য হলিউডে পারি দিলেন এই জবাবে তিনি বলেন, ‘যেকোনো ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি কারণ, ইংরেজি ভাষায় ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হতো আমাকে। যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তাঁরা প্রায়শই প্রশ্ন করেন—কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি? তাঁদের কাছে এটাই আমার উত্তর।‘
সামনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে বেশ কয়েকটি সিনেমায়। এ ছাড়াও তাঁর নিজের প্রযোজনা সংস্থা থেকেও মুক্তি পাবে আরও কয়েক ছবি।
তানজিলা